কে-পপ তারকা, কোরীয় ব্যান্ড বিটিএসের সবচেয়ে কম বয়সী সদস্য জাংকুক কীভাবে বিশ্বজুড়ে সংগীত তারকায় পরিণত হলেন, সেটাই উঠে এসেছে নতুন বইয়ে। বইটি লিখেছেন ভোগ সাময়িকীর সাবেক ফ্যাশন সম্পাদক মনিকা কিম। ‘দ্য মিনিং অব জাংকুক: দ্য ট্রায়াম্প অব বিটিএস অ্যান্ড দ্য মেকিং অব আ গ্লোবাল পপস্টার’ বইয়ে তিনি জানিয়েছেন গায়ককে নিয়ে নানা অজানা কথা। বইটির একাধিক অংশ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে উঠে এসেছে জাংকুকের কঠোর পরিশ্রম, ভক্তদের প্রতি আবেগ ও তারকা হয়ে ওঠার গল্প।
মনিকা কিম লিখেছেন, বিটিএসের ব্যাপক জনপ্রিয়তার পেছনে সংস্থার ভূমিকা থাকলেও জাংকুকের জনপ্রিয়তার পেছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম, হার না–মানার মানসিকতা।

হাঁপাতে হাঁপাতে মঞ্চে পারফর্ম
বইয়ে কিম বর্ণনা করেন ২০১৬ সালের এক কনসার্টের কথা, যেখানে ক্লান্ত ও শ্বাসকষ্টে ভুগতে থাকা জাংকুককে পাওয়া যায়। তবে শরীর সায় না দিলেও মঞ্চ ছাড়তে রাজি হননি জাংকুক। মনিকাকে তিনি বলেছিলেন, ‘আমি ভালো অবস্থায় ছিলাম না, সেটা শরীর বুঝিয়ে দিচ্ছিল। তবু আমি শুধু এটা ভেবে পারফর্ম করে গিয়েছি যে এই ভক্তদের সঙ্গে অনেক দিন দেখা হবে না।’ ভক্তদের কাছে এটি বইয়ের সবচেয়ে যন্ত্রণাময় অধ্যায়গুলোর একটি, যেখানে দেখা যায়, কীভাবে বিটিএসের এই তরুণ সদস্য শারীরিক কষ্ট সইয়েও ভক্তদের জন্য কনসার্ট চালিয়ে গেছেন।

জাংকুক। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ট এস র

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ভিডিও থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ