রূপগঞ্জে অজ্ঞাত পুরুষের (৫৫) মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে এ অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলেন, উপজেলার আমলাব মুন্সি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা পুরুষ বয়স ৫৫/৬০ এর মৃতদেহ পড়ে থাকতে দেখে ফিলিং স্টেশনের লোকজন থানায় সংবাদ দিলে রুপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশ হেফাজতে গ্রহণ করেন।

অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।  অজ্ঞাতনামা ব্যক্তির  মৃত্যুর সঠিক কারন নির্ণয় করার জন্য লাশ নারায়ণগঞ্জ  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে  প্রেরণ প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হইতেছে ঢাকা সিলেট মহাসড়কে রাস্তা পারাপারের সময় গাড়ি দূর্ঘটনার ফলে তার মৃত্যু হতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য  চেষ্টা অব্যাহত আছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ

এছাড়াও পড়ুন:

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন।

শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

নেত্রকোণায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন (সিটি করপোরেশনের বাইরে), সিলেট বিভাগে ২ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ৭৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৩ হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩১ জনের।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ