ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক-১৭৮) স্টক-ডিলার ও স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন করা হচ্ছে না। চলতি বছর ৮ জুন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদের মেয়াদ। তবে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এখনো বহাল থাকায় স্টক-ডিলার ও স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি এ সংক্রান্ত দুটি পৃথক চিঠি ঢাকা স্টক এক্সচেঞ্জকে পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

আরো পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

জানা গেছে, পুঁজিবাজারে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি এবং অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। এ কারণে চলতি বছরের গত ৩০ জুন যথাযথ প্রমাণ সাপেক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সালমান এফ রহমান পুঁজিাবজারে নিষিদ্ধ থাকায় বেক্সিমকো সিকিউরিটিজের স্টক-ডিলার ও স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন করা সম্ভব নয়। ফলে বর্তমানে শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছে।

এদিকে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সালমান এফ রহমানকে আটক করা হয়। হত্যা মামলায় বিচার চলমান থাকায় তিনি বর্তমানে কারাগারে আছেন। কিন্তু সনদ নবায়নের জন্য করা আবেদনে আইনজীবীর মাধ্যমে তার স্বাক্ষর সংগ্রহ করে প্রতিষ্ঠানটি, যা বেআইনি হওয়ায় আবেদন বাতিল করে দেয় বিএসইসি।

এদিকে, প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, সনদ নবায়ন না হওয়ায় শেয়ার কেনা-বেচা করতে পারছেন না বিনিয়োগকারী। অনেকটা অলস সময় পারছে করছেন কর্মীরা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক কর্মকর্তা রয়েছেন দেশের বাইরে।

সালমান এফ রহমানকে পরিচালক পদ থেকে সরিয়ে আইন অনুযায়ী ব্যবসা করার সুয়োগ রয়েছে বেক্সিমকো সিকিউরিটিজের। কিন্তু তাকে সরাতে কোম্পানিটি গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। যেখানে সার্বিক বিষয় তুলে ধরে আদালতে আবেদন করলে অনেক আগেই সমাধান হয়ে যেত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি(৮) অনুসারে অননুমোদিত (নন-কমপ্লায়েন্স) থাকার কারণে বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে স্টক-ডিলার ও স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন করতে পারে না। সেই সঙ্গে ৩ সেপ্টেম্বর, ২০২৫ বিএসইসি সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি সিকিউরিটিজ বাজার-সম্পর্কিত যে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অযোগ্য ঘোষিত হয়েছেন। উল্লিখিত আদেশের প্রেক্ষিতে বেক্সিমকো সিকিউরিটিজের পক্ষে স্টক-ব্রোকার ও স্টক-ডিলার নিবন্ধন সনদ নবায়ন করতে পারে না বিএসইসি।

স্টক ডিলার ব্রোকার আইনে বলা আছে, সনদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে নবায়নের জন্য আবেদন করতে হবে। এই সময়ে আবেদন না করলে পরবর্তী প্রতিদিনের জন্য ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি এই আইন ভঙ্গ করে ৯৪ দিন পর আবেদন করে। এতে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানার মুখে পড়েছে বেক্সিমকো সিকিউরিটিজ।

কোম্পানির তথ্য বলছে, বেক্সিমকো সিকিউরিটিজের পরিচালন পর্ষদে দুটি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হলো-বেক্সিমকো হোল্ডিংস এবং এসএস এক্সপোর্টস। এর মধ্যে সালমান এফ রহমান বেক্সিমকো হোল্ডিংসের ও ওসমান কায়সার চৌধুরী এসএস এক্সপোর্টসের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানটিতে রয়েছে। কিন্তু সালমান এফ রহমান কারাগারে থাকায় বোর্ড সভা করতে পারছে না কোম্পানিটি। এই কারণ দেখিয়ে কোম্পানিটি এখনও তাকে পরিচালক হিসেবে রেখে দিয়েছে। তবে আদালতে সবকিছু উপস্থাপন করলে সমস্যা আরো আগে সমাধান হয়ে যেত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, সালমান এফ রহমানকে পরিচালক পদ থেকে সরিয়ে আইন অনুযায়ী ব্যবসা করার সুয়োগ রয়েছে বেক্সিমকো সিকিউরিটিজের। কিন্তু তাকে সরাতে কোম্পানিটি গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। যেখানে সার্বিক বিষয় তুলে ধরে আদালতে আবেদন করলে অনেক আগেই সমাধান হয়ে যেত।

এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, “বর্তমানে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখায় বড় লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। তাই ব্যক্তির কারণে প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। এতে বাজারে তারা বিরুপ পড়বে। ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাই বলে প্রতিষ্ঠান বন্ধ করে নয়। এতে অনেক কর্মীও বিপদে পড়বে। তাই তাদেরকে পরিচালনা বা ব্যবস্থপনায় না রেখে সেই কোম্পানিকে সচল রাখা যেতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তির প্রভাবে অনিয়ম হচ্ছে কিনা তা কঠোর নজরদারি করতে হবে।”

এ বিষয়ে জানতে বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা জামানুল বাহারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকা/এনটি/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স এসই স এসই স এসই স এসই ড এসই ড এসই ড এসই ড এসই স ক উর ট জ র ন র জন য ব এসইস ব যবস

এছাড়াও পড়ুন:

পাঁচ মাস পর সর্বোচ্চ দরপতন, কমেছে ৯২% কোম্পানির শেয়ারদর

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে আজ বৃহস্পতিবার। সপ্তাহের শেষ কার্যদিবসে এদিন ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১২৩ পয়েন্ট বা আড়াই শতাংশের বেশি কমেছে। এর আগে সর্বশেষ চলতি বছরের ৭ মে এই সূচক ১৪৯ পয়েন্ট বা ৩ শতাংশের বেশি কমেছিল।

কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ এই দরপতনে ডিএসইএক্স সূচকটি কমে ৪ হাজার ৭০৩ পয়েন্টে নেমে এসেছে। প্রায় পাঁচ মাসের ব্যবধানে এটি ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ চলতি বছরের ২৩ জুন ডিএসইএক্স সূচকটি ৪ হাজার ৬৯৫ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।

বাজারের এই দরপতনের জন্য বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা কয়েকটি কারণের কথা জানান। তাঁরা জানান, সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তাতে ব্যাংকগুলোর শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। শেয়ারের দাম শূন্য ঘোষণা করায় এসব শেয়ারের বিনিয়োগকারীরা কিছুই পাবেন না। ফলে এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দেয়। এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা মার্জিন ঋণ–সংক্রান্ত নতুন বিধানের বড় ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে বাজারে। তার সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ ঘিরে গতকাল জনমনে একধরনের আতঙ্ক বিরাজ করে। এ কারণে যান চলাচল থেকে শুরু করে মানুষের চলাচলও সীমিত। এ কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীর উপস্থিতিও ছিল কম; যার প্রভাবও বাজারে পড়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, এমনিতে বেশ কিছুদিন ধরে বাজারে মন্দাভাব চলছে। তাতে ধারাবাহিকভাবেই সূচক কমছে। এর মধ্যে ৬ নভেম্বর বিএসইসি মার্জিন ঋণসংক্রান্ত নতুন বিধিমালা প্রকাশ করে। তাতে শেয়ারের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন করে নানা শর্ত যুক্ত করা হয়। পাশাপাশি এরই মধ্যে বিতরণ করা ঋণ হিসাবে যেসব শেয়ার ঋণ অযোগ্য হয়ে গেছে, সেসব শেয়ার ছয় মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার শর্তারোপ করা হয়। এ ছাড়া নতুন করে ঋণ প্রদানের ক্ষেত্রেও নানা ধরনের কঠোরতা আরোপ করা হয়। যার পরিপ্রেক্ষিতে বাজারে ঋণ করে যাঁরা বিনিয়োগ করেন এবং যাঁরা বিনিয়োগকারীদের ঋণ প্রদান করেন, তাঁদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়। যার প্রভাব কয়েক দিন ধরে বাজারে পড়ছে।

সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত পুঁজিবাজারকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য ঘোষণা, মার্জিন ঋণসংক্রান্ত নতুন বিধিমালার নানা শর্ত ও সর্বশেষ যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা—শাকিল রিজভী, পরিচালক, ডিএসই

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১০ কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি ৪১৯ পয়েন্ট বা ৮ শতাংশের বেশি কমেছে। গত ৩০ অক্টোবর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ১২২ পয়েন্টের অবস্থানে ছিল। আজ তা ৪ হাজার ৭০০ পয়েন্টের ঘরে নেমে আসে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪ প্রতিষ্ঠানের মধ্যে ৩৫২টি বা ৯২ শতাংশের দরপতন হয়েছে। দাম বেড়েছে ১৫টির বা প্রায় ৪ শতাংশের আর অপরিবর্তিত ছিল ১৭টির বা প্রায় ৪ শতাংশের।

জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে একসঙ্গে কয়েকটি সিদ্ধান্ত পুঁজিবাজারকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। প্রথমত পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য ঘোষণা করা, এরপর মার্জিন ঋণসংক্রান্ত নতুন বিধিমালার নানা শর্ত বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর সঙ্গে সর্বশেষ যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। পুঁজিবাজার যেহেতু খুবই সংবেদনশীল, তাই বড় বড় এ সিদ্ধান্তে বাজার পড়বে—এটাই স্বাভাবিক। এ অবস্থান থেকে উত্তরণ ঘটাতে হলে পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের কী হবে, সেটি সরকার ও বিএসইসির পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে হবে। আর মার্জিন ঋণ নিয়ে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর বাস্তবভিত্তিক সমাধান করতে হবে। তাহলে বাজার আবার স্বাভাবিক ধারায় ফিরতে পারে। যদিও রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে কারও কিছু করণীয় নেই।

শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে আজ সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ভালো মৌলভিত্তির কোম্পানির। এসব কোম্পানির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম সিমেন্ট, বীকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনাটা, রবি আজিয়াটা, বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি ও লাভেলো আইসক্রিম। এই ১০ কোম্পানির শেয়ারের দরপতনেই ডিএসইএক্স সূচকটি কমেছে প্রায় ৩৯ পয়েন্ট। দরপতনের এদিনে ঢাকার বাজারে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানি। ঢাকার বাজারে মোট লেনদেনের মধ্যে ২৪৩ কোটি টাকায় ছিল এ খাতের কোম্পানিগুলোর লেনদেন।

ঢাকার বাজারে আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা বেশি। গতকাল বুধবার ঢাকার বাজারে লেনদেন হয়েছিল ২৯০ কোটি টাকার। গত ২৩ জুনের পর বুধবারই ঢাকার বাজারে লেনদেন সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। সেখান থেকে আজ লেনদেনের কিছুটা উন্নতি হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় বৃদ্ধি
  • পাঁচ মাস পর সর্বোচ্চ দরপতন, কমেছে ৯২% কোম্পানির শেয়ারদর
  • মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট প্রকাশ