ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ
Published: 6th, July 2025 GMT
লঙ্কানদের বিপক্ষে সিরিজে সমতায় ফিরেই র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারায় বাংলাদেশ। ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর ইসলাম ও শামীম হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। আর এই জয়েই দশম স্থান থেকে এক ধাপ এগিয়ে নবমে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৭৬। জানানো হয়েছিল, একটি ম্যাচ জিতলেই তারা উঠে আসবে নবম স্থানে। দ্বিতীয় ওয়ানডের জয় সেটাই নিশ্চিত করেছে। এখন বাংলাদেশের রেটিং ৭৮। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশম স্থানে।
অন্যদিকে, শ্রীলঙ্কা হারায় তারাও এক ধাপ পিছিয়েছে। আগে তারা ছিল চারে, এখন নেমেছে পাঁচে। তাদের রেটিং ১০২। আর সুযোগটা কাজে লাগিয়ে চার নম্বরে উঠে এসেছে পাকিস্তান, যাদের রেটিং ১০৪।
শনিবার রাতে ম্যাচ শেষে আইসিসির র্যাঙ্কিং হালনাগাদ করা হয়। যেখানে শীর্ষ তিনে যথারীতি আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের প্রথম আটে। এই হিসাব নেওয়া হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। তার আগে পর্যন্ত টাইগারদের আটে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। না পারলে খেলতে হবে বাছাইপর্ব, যেখান থেকে চারটি দল সুযোগ পাবে মূল পর্বে।
এদিকে, লঙ্কানদের বিপক্ষে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ জিতলে লঙ্কান মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার মাটিতে ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, চারটিতে হেরেছে, বাকি দুটি ড্র।
তবে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর উন্নতি হবে না। যদিও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং ব্যবধান বাড়ানোর সুযোগ থাকবে মিরাজদের সামনে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্রাজিল বিশ্বকাপে খেলতে চান বাংলাদেশের মেয়েরা
বছরখানেক আগেও বাংলাদেশের মেয়েদের কাছে সাফ চ্যাম্পিয়নশিপই ছিল সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতা। তাঁরাই এখন ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন!
আর সেই স্বপ্ন পূরণ খুব অসম্ভবও নয়। বাংলাদেশের মেয়েরা যে পৌঁছে গেছেন দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার সেরাদের মঞ্চে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ১২ দলের এএফসি এশিয়ান কাপের ২১তম আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। বাংলাদেশ সে সুযোগই কাজে লাগাতে চায়। অধিনায়ক আফঈদা খন্দকারও সেটাই বলেছেন আজ বাফুফের পাঠানো ভিডিও বার্তায়, ‘সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা এসেছে, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা কাজে লাগাতে।’
আরও পড়ুননারী এশিয়ান কাপে ভালো করলে বিশ্বকাপের টিকিটও মিলতে পারে ঋতুপর্ণাদের০৩ জুলাই ২০২৫এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপে বাছাই থেকে মূল পর্বের টিকিট কেটেছে বাংলাদেশ। তাই আগামীকাল তুর্কমেনিস্তান ম্যাচটি বাংলাদেশের কাছে কাগজে–কলমে আনুষ্ঠানিকতার। যদিও মেয়েরা শেষটা আরও সুন্দর চান। আজ ইয়াঙ্গুনে প্রস্তুতিতেও ছিল সেই প্রতিচ্ছবি। টানা দুই ঘণ্টার অনুশীলনের পরও নেই ক্লান্তির ছাপ। উল্টো উদ্যাপনের মেজাজে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক বললেন তুর্কমেনিস্তান ম্যাচটাও ভালোভাবে শেষ করার কথা, ‘দলের সবাই ফুরফুরে মেজাজে আছেন, আজ ভালোই অনুশীলন করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ। ওই ম্যাচও ভালো করতে চাই।’
এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে আফঈদার বাংলাদেশ