নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা
Published: 7th, July 2025 GMT
মেজবাহ শিকদার নির্মাণ করেছেন একক নাটক ‘শেষ ভালোবাসা’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
গল্পটি আবর্তিত হয়েছে একটি উচ্চবিত্ত পরিবারের মেয়েকে ঘিরে, যে বাবা-মায়ের অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যায় নেশার অন্ধকার জগতে। বন্ধুদের আড্ডা দিয়ে শুরু, এরপর নেশার লোভে জড়িয়ে পড়ে অনৈতিক সম্পর্কে। পারিবারিক দূরত্ব বাড়ে, প্রেমিকও একসময় সরে যায়। শেষ পর্যন্ত নিজেকে খুঁজে ফেরার আর্তনাদে, গল্পটি এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে।
নাটকে উপমার প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন এরফান অনিক। নিজের অভিজ্ঞতা জানিয়ে উপমা বলেন, “একজন নেশাগ্রস্ত তরুণীর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ। চরিত্রটি খুব বাস্তব ও হৃদয়স্পর্শী। নাটকটি সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে—নেশা শুধু একজন মানুষ নয়, গোটা পরিবারকে ধ্বংস করে দেয়।”
আরো পড়ুন:
মিরিসায় মুগ্ধ ফারিয়া
আমার লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দেব: তিশা
নাটকটি নিয়ে আশাবাদী ফারজানা মেহমুদ উপমা বলেন, “শেষ ভালোবাসা’ আমার অভিনীত অন্যতম সেরা কাজ হয়ে থাকবে।”
ফারজানা মেহমুদ উপমা ইতোমধ্যে অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে—আমি তোমাকেই ভালোবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা এবং সুপার গার্ল ওয়েব সিরিজ।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক কর ছ ন চর ত র ন টকট
এছাড়াও পড়ুন:
কেন এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস
রিয়াল সভাপতি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ চড়েছেন ব্যক্তিগত কারে, দলের কোচিং স্টাফের সদস্য ও খেলোয়াড়েরা টিম বাসে। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম থেকে তাঁদের সবার গন্তব্য নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর।
সবাই নিজ নিজ আসনে বসে পড়েছেন, গাড়ি ছাড়া ছাড়া ভাব। ঠিক এমন সময় রিয়াল ম্যানেজমেন্ট বুঝতে পারল, একজন নেই! সেই একজন কিলিয়ান এমবাপ্পে, যিনি তখনো স্টেডিয়ামে আটকা।
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আজ দারুণ এক গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে