হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১
Published: 8th, July 2025 GMT
হবিগঞ্জের নবীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ফারুক মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক মিয়া। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফারুক মিয়া নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নবীগঞ্জের আনমনু ও তিমিরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল ৪টার দিকে ইউএনও ১৪৪ ধারা জারি করলেও নবীগঞ্জ পৌর এলাকার গাজীরটেক, মৎস্যজীবী পাড়া, চরগাঁও ও পশ্চিমবাজার এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের দোকান, যানবাহন ও একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পুরনো বিরোধের জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে দোকান ও যানবাহনে ভাঙচুর ও লুটপাট চালান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সন্ধ্যায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় রাজনীতিকরা পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।