জামালপুরে বিজয় চত্বরের মূল স্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে। সেখানে স্থাপন করা হবে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার স্থাপনাটি ভাঙা শুরু হয়। 

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশের মত জামালপুরেও নির্মাণ করা হবে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। সে কারণে জামালপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় চত্বরের স্থাপনাটি ভাঙা হচ্ছে। 

৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে বিজয় চত্বরটি নির্মাণ করা হয়। প্রথমে এ স্থাপনাটির নাম দেওয়া হয় মির্জা আজম চত্বর। 

উল্লেখ্য, গত ৩ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় জামালপুর বিজয় চত্বর ভেঙে সেখানে জুলাই শহীদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি স্তম্ব নির্মাণের সিদ্ধান্ত দেওয়া হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই শহ দ

এছাড়াও পড়ুন:

তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১৯ বার

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা জমা দিতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৯ বার পেছাল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। খুনের ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করছে।

সম্পর্কিত নিবন্ধ