বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি, ডুবেছে নগরের কিছু এলাকা
Published: 9th, July 2025 GMT
চট্টগ্রামে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এরপর নগরের নিচু এলাকাগুলোয় গোড়ালি থেকে হাঁটুসমান পানি উঠে যায়।
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। সবশেষ আজ বেলা তিনটা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ১৬০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
টানা ভারী বৃষ্টিতে প্রতিবছর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোথাও জলাবদ্ধতার খবর মেলেনি। তবে বৃষ্টিতে নগরের আগ্রাবাদ, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়া, ইপিজেড ও পতেঙ্গার আশপাশে নিচু এলাকাগুলোয় গোড়ালি থেকে হাঁটুসমান পানি উঠে যায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি বাড়তি ভোগান্তি সৃষ্টি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে সকাল ৬টা ১১ মিনিটে জোয়ার শুরু হয়। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকা ডুবে যেতে শুরু করে। তবে দুপুর ১২টা ৩ মিনিটে ভাটা শুরু হওয়ায় পানি আবার নামতে শুরু করেছে।
সরেজমিনে আজ দুপুর ১২টায় নগরের কাপাসগোলা এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন পথচারীরা। সড়কে এ সময় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি। গণপরিবহনগুলো ধীরগতিতে চলাচল করছে। আশপাশের দোকানগুলোয়ও পানি জমে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়েন কর্মমুখী মানুষ।
জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নগর র
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।