গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অষ্টম কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানিয়েছেন, বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে ফরিদপুরে জাগপার লিফলেট বিতরণ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের লক্ষ্যে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করাসহ তিন দফা দাবিতে ফরিদপুরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ফরিদপুরের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে এ কর্মসূচি শুরু করা হয়। সংগঠনটির নেতারা জানান, আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এ কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে সারাদেশে লিফলেট বিতরণ করা হচ্ছে।
এ সময় সংগঠনটির জেলা শাখার নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।