Prothomalo:
2025-11-03@18:51:17 GMT

আষা‌ঢ়ের সন্ধ্যায় বাদলের সুর

Published: 12th, July 2025 GMT

কখনো হৃদয়ের ব্যাকুলতা, অভিমান; কখনো দ্রোহ, প্রেম আর বিরহ—আষাঢ়ের ঝলমলে সন্ধ্যায় হৃদয় নিংড়ে সুরের মায়াজাল ছড়ালেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতার ছন্দে তাঁকে সঙ্গ দিলেন অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ। গান ও কবিতার যুগলবন্দীতে তন্ময় ছিলেন দর্শকেরা। সুর আর ছন্দের মূর্ছনা ছড়ালেন শামা ও আফজাল।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হোটেলটির বলরুম পূর্ণ হতে থাকে। তখন সন্ধ্যা ছয়টা, মঞ্চের সব আলো নিভে গেছে। মিলনায়তনজুড়ে ঘনঘোর অন্ধকার। চারপাশে মেঘ গুড়গুড় শব্দ। মেঘভাঙা বৃষ্টির ছন্দের তালে ছাতা হাতে মঞ্চের সামনে এলেন উপস্থাপক সারাহ আলম। তিনি বললেন, ‘এই বাদল সন্ধ্যায়, যখন জানালার কাচে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, তখন হৃদয়জুড়ে কদম ফুলের ঘ্রাণ, ঠিক তখনই শুরু হচ্ছে মায়া–বাদল দিনের প্রথম কদম ফুল।’

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মালিক মোহাম্মদ সাঈদ কথা বলছেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ