চ্যাটজিপিটি ৫ প্রকাশের আগেই এল গ্রোক ৪, মাসিক খরচ ৩০০ ডলার
Published: 13th, July 2025 GMT
চ্যাটজিপিটি ৫ প্রকাশের আগেই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করল ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই। বৃহস্পতিবার, ১০ জুলাই, ‘গ্রোক ৪’ নামের এই নতুন চ্যাটবটটি এক সরাসরি সম্প্রচারে (লাইভস্ট্রিম) উন্মোচন করা হয়। একই সঙ্গে চালু হয়েছে এর উচ্চক্ষমতার সংস্করণ ‘গ্রোক ৪ হেভি’ এবং নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ‘সুপারগ্রোক হেভি’।
প্রতিষ্ঠানটির দাবি, গ্রোক ৪ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। এক্সএআইয়ের মতে, নতুন এই মডেল একাডেমিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতায় এতটাই উন্নত যে, এটি পিএইচডি পর্যায়ের গবেষকের চেয়েও ভালো পারফরম্যান্স দিতে পারে। যদিও মডেলটি এখনো নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন করেনি, ইলন মাস্কের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে সেটিও সম্ভব। গ্রোক ৪ প্রকাশের সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইওএস যন্ত্রের জন্য গ্রোক অ্যাপে এটি ব্যবহার করা যাচ্ছে। ব্যবহারকারীরা এখনই এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এক্সএআই জানিয়েছে, ‘হিউম্যানিটি লাস্ট এক্সাম’ নামের এক পরীক্ষায় অংশ নিয়ে গ্রোক ৪ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কোনো ধরনের সহায়ক টুল ছাড়াই এই পরীক্ষায় মডেলটি ২৫ দশমিক ৪ শতাংশ নম্বর পায়। প্রতিষ্ঠানটির দাবি, এতে গুগলের জেমিনি ২ দশমিক ৫ প্রো এবং ওপেনএআইয়ের ও থ্রি মডেলকেও ছাড়িয়ে গেছে গ্রোক ৪। যখন টুল ব্যবহারের সুযোগ রাখা হয়, তখন সেই পরীক্ষায় গ্রোক ৪ পায় ৪৪ দশমিক ৪ শতাংশ স্কোর, যা গুগলের শীর্ষস্থানীয় মডেলের চেয়েও বেশি।
গ্রোক ৪-এর পাশাপাশি চালু হয়েছে ‘গ্রোক ৪ হেভি’ নামের একটি উন্নত সংস্করণ। এ জন্য চালু করা হয়েছে ‘সুপারগ্রোক হেভি’ নামের একটি সাবস্ক্রিপশন প্ল্যান। এর মাসিক খরচ ৩০০ মার্কিন ডলার। এটি মূলত গবেষক, সফটওয়্যার নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজের সঙ্গে জড়িত পেশাজীবীদের জন্য তৈরি। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি এখনো অনেক ব্যয়বহুল।
সূত্র: নিউজ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
চাকসু নির্বাচন: চার হলের ভিপি-জিএস হলেন যারা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ গণনার কার্যক্রম শুরু হয়। গণনার কার্যক্রম পর্যবেক্ষণ হচ্ছে সিসি ক্যামেরায়, প্রদর্শন করা হচ্ছে সব কেন্দ্রের এলইডি স্কিনে।
আরো পড়ুন:
প্রাণ ফিরে পেতে যাচ্ছে রাকসু, রাত পোহালেই ভোট
চাকসুর ফল: এক কেন্দ্রে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে বাম
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ি, পাঁচটি কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ডিন কার্যালয়ে ভোট গণনা শেষে সেখান থেকেই আলাদাভাবে হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। আর চাকসুর ফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।
নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছিলেন, “ভোট গণনার পুরো বিষয়টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের এলইডি স্কিনে প্রদর্শন করা হচ্ছে। কোনো কারণে স্কিন বন্ধ হয়ে গেলে ভোট গণনাও বন্ধ রাখা হবে।”
তিনি বলেন, “ওএমআর পদ্ধতিতে ভেন্ডর মেশিন এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল- এই দুই প্রক্রিয়ায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। পুরোদমে ভোট গণনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করা হবে।”
ইতোমধ্যে হল সংসদের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে।
মাস্টার দ্য সূর্যসেন হল
চাকসু নির্বাচনে মাস্টার দ্য সূর্যসেন হল সংসদের ফলাফল রাত পৌনে ১টায় ঘোষণা করে নির্বাচন কমিশন।
ফলাফলে ১৮২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন তাজিন ইবনে হাবিব, ১৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন সাদমান আল-তাছিন এবং ২৯০ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন শাখাওয়াত হোসেন।
হলটিতে মোট ভোটার ছিলেন ৫১৬ জন। হলটির কেন্দ্র ছিল বিজ্ঞান অনুষদে।
সোহরাওয়ার্দী হল
সোহরাওয়ার্দী হল সংসদের ফলাফল রাত ১টার পর ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে ভিপি হয়েছেন নেয়ামত উল্লাহ ফারাবি, জিএস হয়েছেন নুরন্নবী সোহান এবং এজিএস হয়েছেন রেসালাতুর রহমান।
এ হলে ছাত্রশিবিরের পুরো প্যানেল বিজয়ী হয়েছে।
এফ রহমান হল
এরপর এফ রহমান হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ৩৬৯ ভোট পেয়ে ভিপি হয়েছেন শাহরিয়ার সোহাগ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল পেয়েছেন ৩৪৩ ভোট।
৩৭৯ ভোট পেয়ে জিএস হয়েছেন মো. তামিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাবের আহমদ পেয়েছেন ৩২ ভোট।
এছাড়া ২৯৮ ভোট পেয়ে এজিএস হয়েছেন সাইদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান পেয়েছেন ২৬০ ভোট।
শাহজালাল হল
শাহজালাল হল সংসদের ফলাফল রাত দেড়টার দিকে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, হলটিতে ভিপি পদে ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ পেয়েছেন ৭৩৪ ভোট।
৬৯৭ ভোট পেয়ে জিএস হয়েছেন রায়হান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুল ইসলাম পেয়েছেন ৬৭৩ ভোট।
এছাড়া ১১০১ ভোট পেয়ে এজিএস হয়েছেন ইমতিয়াজ জাবের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল নোমান পেয়েছেন ৫৯১ ভোট।
ঢাকা/মিজান/মেহেদী