ফের সংসার ভাঙার গুঞ্জন, যা বললেন দিব্যা
Published: 23rd, July 2025 GMT
গত বছর ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বাঁধেন বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল। বিয়ের কয়েক মাস পরই এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। যদিও এ গুঞ্জন উড়িয়ে দেন অভিনেত্রী। ফের এই দম্পতির সংসার ভাঙার ফিসফাস চলছে।    
গত কয়েক দিন ধরে দিব্যা অপূর্বর বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়লেও পূর্বের মতো নীরব ছিলেন তারা। অবশেষে বিচ্ছেদের আগুনে জল ঢাললেন দিব্যা। বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়েছেন দিব্যা।
এ ছবিতে দেখা যায়, পোশাকের কোনো একটি শো রুমে স্বামী অপূর্বর হাত ধরে মিরর সেলফি তুলছেন দিব্যা। হাস্যোজ্জ্বল দিব্যা এ ছবিতে লেখেন—“এটা কেন ভাই?” এরপর এই অভিনেত্রী লেখেন, “মিডিয়া আমাদের বিচ্ছেদ করে দিয়েছে। পোস্ট করে দিলাম।”
আরো পড়ুন:
নিজ বাড়িতে হেনস্তার অভিযোগ, কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী (ভিডিও)
দুঃসাহসিক বিমান যাত্রার গল্প নিয়ে বলিউডের ৪ সিনেমা
গত বছর বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, “আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার। আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।”
এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, “সে (অপূর্ব) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম। কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে। আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।”
ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিব্যা। তবে ২০২২ সালে তার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন ব্যবসায়ী অপূর্ব। একই বছরের ৪ ডিসেম্বর বাগদান সারেন এ যুগল। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক র গ ঞ জন
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।