কুয়েটের অচলাবস্থা নিরসনে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন
Published: 23rd, July 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অচলাবস্থা নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
কুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় গত সোমবার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি সাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া চলমান সংকট নিরসন ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে একজন উপাচার্য নিয়োগ প্রয়োজন। উপাচার্য নিয়োগ ছাড়া এ সংকট কাটানো সম্ভব নয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ছাত্র, শিক্ষক ও অভিভাবক—সবাই মিলে তাঁরা দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছেন।
মানববন্ধনে অধ্যাপক আবদুর রফিক, অধ্যাপক মহিউদ্দিন আহমাদ, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াছ আক্তার, অধ্যাপক মুহাম্মাদ হারুনুর রশীদ, অধ্যাপক এম এম তওহিদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ শাহজাহান আলী, অধ্যাপক মো.
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, উপাচার্যের অব্যাহতির পর কুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ও এলাকাবাসীর সঙ্গে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখনো শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ ধরনের নাজুক পরিস্থিতিতে উপাচার্যের অনুপস্থিতিতে কারও পক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একাডেমিক ক্যালেন্ডারের প্রায় সব কার্যক্রম, বিশেষ করে পরীক্ষাসংক্রান্ত প্রায় সব বিষয়ে একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। বিশেষ ক্ষেত্রে উপাচার্য একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে অনুমতি দিয়ে থাকেন, যা বর্তমানে অন্য কারও পক্ষে সম্ভব নয়।
শিক্ষকনেতারা বলেন, পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম, থিসিস কমিটি অনুমোদন, ভাইভা বোর্ড আহ্বান, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্তসহ প্রায় সব ক্ষেত্রেই সিএএসআর (উচ্চতর অধ্যয়ন ও গবেষণা পরিষদ) ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন দরকার, যা উপাচার্যের নেতৃত্বে পরিচালিত হয়। ফলে এ কার্যক্রমও স্থবির। ২০২৫ সালের প্রথম বর্ষের স্নাতক এবং জুলাই সেশনের পোস্টগ্র্যাজুয়েট ভর্তিপ্রক্রিয়া ও ক্লাস শুরুর জন্যও একাডেমিক কাউন্সিলের সভা প্রয়োজন, যা বর্তমানে সম্ভব হচ্ছে না। কিছু বিভাগের বিভাগীয় প্রধানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ শূন্য হয়ে যাওয়ায় ক্লাস শুরুর আগে এ শূন্যতা পূরণ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও উন্নয়ন কার্যক্রমও প্রায় বন্ধ।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরে আন্দোলনের মুখে উপাচার্য ও সহ–উপাচার্যকে অপসারণ করে সরকার। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকদের বিরোধিতার মুখে ২২ মে তিনি পদত্যাগ করেন। ১০ জুন উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও নিয়োগপ্রক্রিয়া অগ্রসর হয়নি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপ চ র য ন য় গ
এছাড়াও পড়ুন:
শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
মাদারীপুরের শিবচরে জামিনে থাকা আসামি রাকিব মাদবরকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।
এর আগে গত রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে রাকিব মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। রাকিব শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
দুই দিন পার হয়ে গেলেও এই ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ দুপুরে শিবচর পৌর বাজারের সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা সভ্য স্বাধীন দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড হতে পারে না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেবেন তাঁরা।
মামলার বাদী নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বলেন, ‘রাকিবরে এতগুলো মানুষের সামনে কুপাইয়া মাইরা ফালাইলো। কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। যারা খুন করছে, তারা রাকিবের পূর্বশত্রু। আবুল কালাম সরদারের নির্দেশে তার লোকজন এই খুন করেছে। পুলিশ এ ঘটনায় কোনো আসামি এখন অবধি গ্রেপ্তার করে নাই। আসামিগো গ্রেপ্তার চাই, ফাঁসি চাই।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে নিহত রাকিব মাদবরের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব সম্প্রতি জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের একটি সড়কে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুনশিবচরে হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা১৫ সেপ্টেম্বর ২০২৫