কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও বৃত্তির সুযোগ চান শিক্ষকেরা
Published: 23rd, July 2025 GMT
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ নেয়ার সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে কিন্ডারগার্টেন ঐক্যপরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো.
আরো পড়ুন:
রাকসুর তফসিল ঘোষণার দাবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি
চবির আলাওল হলে অব্যবস্থাপনার অভিযোগ, ভোগান্তি
বক্তারা বলেন, ‘‘এই সরকার কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা বৈষম্যের সৃষ্টি করে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন।’’
বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানান।
ঢাকা/মাসুম/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ন ড রগ র ট ন র সরক র
এছাড়াও পড়ুন:
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।