সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে নিজের ক্ষোভ, হতাশা ও বেদনার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি, বরং রাষ্ট্র, রাজনীতি ও সমাজব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন ফেসবুক পোস্টে।

ফেসবুক পোস্টে মম লিখেছেন, “যেদিন থেকে এদেশে শিক্ষকের সম্মানের চাইতে লোভী রাজনীতিবিদের সম্মান বেড়েছে, সেদিন থেকেই শুরু হয়েছিল আজকের দিনের পরিণতি। যদিও বহু আগেই ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন - 'যে দেশে গুণীর সম্মান নেই, সে দেশে গুণী জন্মায় না'—কিন্তু এ কথার মর্ম আমরা বুঝি নাই। এখনো বুঝি না।”

দুর্নীতিগ্রস্ত রাজনীতির প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “এভাবে চলতে থাকলে পুঁজগলা-দুর্গন্ধযুক্ত নরক দেখার জন্য মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বিপর্যস্ত, বিধ্বস্ত মন-মগজ-শরীর-আত্মা নিয়ে চলতে থাকা প্রতিটা জীবন্মৃত মানুষের দায় বিগত থেকে বর্তমান কোন রাজনীতিবিদ এড়াতে পারবেন না। প্রকৃতিও আপনাদের জন্য চরমতম উপহার বরাদ্দ রেখেছে। দয়া করে একদিন সেটা বুঝে নেবেন। আর মনে রাখবেন, জঘন্যতম গালিটাও আপনাদের দেখে লজ্জা পায়।’’

“ক্ষমতা মানুষকে বানায় দানব। শিল্পী যখন ক্ষমতা পায় তখন কি হয় তা ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে বুঝতে পারেন। জেলেনেস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে উড়ে টাকা।’’ লিখেছেন জাকিয়া বারী মম। 

জুলাই বিপ্লবে রাজপথের অন্যতম সারথি অভিনেত্রী জাকিয়া বারী মম। বিজয়ের পর যাকে অন্তর্বর্তী সরকার যুক্ত করেছে চলচ্চিত্র অনুদান কমিটিতেও। অবশ্য অনুদানের প্রথম চালান প্রকাশের পর তুমুল বিতর্কের ভিড়ে এই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছিলেন না বলে অনুদান তালিকা চূড়ান্ত করার আগেই অব্যাহতি নিয়েছেন কমিটি থেকে।

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রক শ র জন ত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ