এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
Published: 26th, July 2025 GMT
একের পর এক নতুন দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক বাজার পরিধি বিস্তৃত করছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এ সাফল্যের ধারাবাহিকতায় এবার ওয়ালটন পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যা ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত।   
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে সম্প্রতি বার্বাডোজের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বারগেইন ওয়্যারহাউজ’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চুক্তিতে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো.                
      
				
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ক্যারিবিয়ান অঞ্চলের ১৬টি দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে বারগেইন ওয়্যারহাউজ। প্রাথমিক ধাপে বার্বাডোজে ওয়ালটন ব্র্যান্ডের স্প্লিট ও কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য দ্বীপগুলোতেও ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য পাঠানো হবে।
আরো পড়ুন:
বিমান বিধ্বস্ত: দেশজুড়ে ওয়ালটন প্লাজায় মিলাদ ও দোয়া
ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনির্বাপণ ও জরুরি বহির্গমন মহড়া
তিনি বলেন, ভৌগোলিক অবস্থান এবং ইলেকট্রনিক্স খাতের বাৎসরিক বাজারের দিক থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। উত্তর ও মধ্য আমেরিকার মাঝে এ অঞ্চলটির অবস্থান। এই অঞ্চলে ব্র্যান্ড বিজনেস চালুর মধ্যে দিয়ে একদিকে ওয়ালটন পণ্যের সম্ভাবনাময় এক বড় বাজার তৈরি হলো, অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকাতেও ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পথ আরো সুগোম হবে। তাই, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার অগ্রযাত্রায় ওয়ালটন আরেকটি বিশাল মাইলফলক অর্জন করল।
এদিকে, উন্নত বিশ্বের নতুন নতুন দেশে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার সম্প্রসারণ হচ্ছে প্রতিনিয়ত। এই সাফল্যের প্রসঙ্গে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানিয়েছেন, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি, টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে আছে ওয়ালটনের স্প্লিট, ভিআরএফ এবং চিলার টাইপ কর্মাশিয়াল এসি। এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোতে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। এরই ধারাবাহিকতায় বার্বাডোজের মধ্যে দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন এসির বাজার সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
গ্লোবাল বিজনেস পার্টনার বা পরিবেশকের মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের ৫০টিরও দেশে ওয়ালটন পণ্য বিক্রি হচ্ছে।
ঢাকা/সাহেল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক য র ব য় ন দ ব পপ ঞ জ ব র য ন ড ব জন স
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।