খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা পক্ষকে দায়ী করেছেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।

আজ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ বেলা তিনটার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে যান। এ সময় পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস–সন্তু লারমা পক্ষের ২০ জনের একটি সশস্ত্র দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা তাঁকে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।’

নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টান পাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

জসিম উদ্দিন বলেন, ‘একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় যোগাযোগের চেষ্টা করছি। দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি হয়েছিল।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক য ব ফ র ম র

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ