৮–০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া, তবু রেকর্ড হলো না
Published: 29th, July 2025 GMT
টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচেও হারল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে আজ সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলেছে ৩ উইকেটে ১৮ বল হাতে রেখে। টি-টোয়েন্টিতে এটা তো হেসেখেলে জয়ই। সফরে এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজে সবগুলো জিতেছে অস্ট্রেলিয়া।
অর্থাৎ, এই সফরে টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮-০ ব্যবধানে।
কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়ার এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটি আছে তালিকায় দুইয়ে। কোনো ম্যাচ না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের হারিয়েছিল সব মিলিয়ে ৯-০ তে।
একই মাঠে আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ২১৪ ও ২০৫ তুলেও জিততে পারেনি। আজ শেষ ম্যাচে দলটি তুলেছে মাত্র ১৭০ রান। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। ফিফটি পেয়েছেন শিমরন হেটমায়ার।
বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছিলেন ৩১ বলে ৫২ রানের ইনিংস। এ ছাড়া শেরফান রাদারফোর্ড করেছেন ১৭ বলে ৩৫। শেষদিকের কোনো ব্যাটসম্যানই বড় শট খেলতে পারেননি। ইনিংসে শেষ তিন ওভারে রান উঠেছে মাত্র ১৫। বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস উইকেট নিয়েছেন ৩টি।
এই রান তাড়া করতে নেমে ২৫ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উইকেট হারানোর কারণে অবশ্য অস্ট্রেলিয়ার রানের গতি থামেনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টিম ডেভিড যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার রান ৪.
ডেভিড যাওয়ার পর ঝড় তোলেন মিচেল ওয়েন। ১৭ বলে তিনি করেছেন ৩৭ রান। এরপর অ্যারন হার্ডির ২৫ বলে ২৮ রানের ওয়ানডে ইনিংসে সহজে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ডোয়ারসুইস। সিরিজসেরা ক্যামেরন গ্রিন। ৫ ম্যাচে তিনি ফিফটি করেছেন ৩টি, রান করেছেন ২০৫।
সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ১৭০( হেটমায়ার ৫২, রাদারফোর্ড ৩৫; ডোয়ারসুইস ৩/৪১, এলিস ২/৩২)
অস্ট্রেলিয়া: ১৮ ওভারে ১৭৩/৭( ওয়েন ৩৭, ডেভিড ৩০; আকিল ৩/১৭, জোসেফ ২/২১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বেন ডোয়ারসুইস
সিরিজসেরা: ক্যামেরন গ্রিন
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার
দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন আজকের নয়। জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ যে মানের হয়, যেভাবে আয়োজন হয় তা নিয়ে প্রশ্ন উঠে হরহামেশা। অতীতে সমালোচনার পর কিছুটা মান বেড়েছে। কিন্তু তারপরও ‘আপ টু মার্ক’ হয়নি।
বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দিব্যি পারফর্ম করা ক্রিকেটাররা যখন জাতীয় দলে এসে ধুকতে থাকেন তখন তারতম্য প্রকটভাবে ফুটে উঠে। এজন্য ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটারকে নিয়ে আসতে চায় বিসিবি। এছাড়া বাংলাদেশ ক্রিকেট লিগে যুক্ত করতে চায় বিদেশি দল।
বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট
সাবেক জাতীয় ক্রিকেটার বেলায়েত হোসেন মারা গেছেন
বিসিএল শুরু থেকে ছিল ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা। ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইষ্ট জোন ও বিসিবি নর্থ জোন নামে চারটি দল শুরুর কয়েক বছর বিসিএলে অংশ নিয়েছে। পেশাদারিত্বের ঘাটতি, পরিকল্পনার অভাব এবং বাণিজ্যিকভাবে লাভবান না হওয়ায় তিনটি ফ্রাঞ্চাইজি ধীরে ধীরে সরে যায়। পরবর্তীতে বিসিবি চারটি দলই নিজস্ব খরচে পরিচালনা করে বিসিএল চালু রাখে। কিন্তু প্রতিদ্বন্দ্বীতার অভাব বোঝা যায়।
এজন্য বিসিবি সামনের আসরে বিদেশ থেকে একটি দল নিয়ে আসতে চায়। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে যোগাযোগও করেছে। বিসিএল যেই সময়ে আয়োজন করতে চাচ্ছে সেই সময়ে শ্রীলঙ্কার ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন। আফগানিস্তানকে চূড়ান্ত করার পথে হাঁটছে। বিসিবির পুরো খরচেই অতিথি দল প্রতিযোগিতায় অংশ নেবে। বাকি তিনটি দল গঠন করবে বিসিবি।
আকরাম খান বলেছেন, ‘‘আমরা প্রথমবারের মতো বিসিএলে একটি বিদেশি দলকে পেতে যাচ্ছি। হয়তো তারা এ দল হিসেবে আসবে। নয়তো অন্য কোনো নামে। এক মাস এই টুর্নামেন্ট চলবে। ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনাই বেশি।’’
এদিকে জাতীয় ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটার অন্তর্ভূক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় তারা যুক্ত হবেন, কিভাবে আসবেন, পারিশ্রমিক কত হতে পারে সেসব নিয়ে এখনও কোনো উপায় খুঁজতে পারেননি সংশ্লিষ্টরা। তবে ভালোমানের বিদেশি খোঁজার প্রক্রিয়া চলছে।
তাদের পারিশ্রমিক চূড়ান্ত করা, পুরো আসরে অ্যাভেইলেভেল থাকবেন কিনা সেসব নিয়েও কাজ হচ্ছে। এজন্য আগেভাগে বিষয়টি নিয়ে কথা বলতে চান না আকরাম।
আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগের খেলা অনুষ্ঠিত হবে। আট দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার ইচ্ছা বিসিবির। অতীতে বিদেশি ক্রিকেটার জাতীয় ক্রিকেট লিগে অংশ নিয়েছে। ইমরান ফরহাদ, আমির ওয়াসিমরা খেলেছেন দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণির এই টুর্মামেন্টে।
মূলত প্রতিযোগিতা বৃদ্ধি এবং মান বাড়াতে এই উদ্যোগ নিতে যাচ্ছে আয়োজকরা। যদিও একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম প্লেয়িং কন্ডিশনে সব সময়ই ছিল, ছিল সর্বশেষ মৌসুমেও। বিভাগীয় দলগুলো আগ্রহ না থাকায় বিসিবিও জোর দেয়নি। তবে এবার বিসিবি বিদেশি ক্রিকেটারকে যুক্ত করবে। পাশাপাশি তাদের পারিশ্রমিক ও সুযোগ সুবিধার বিষয়টিও দেখভাল করবে।
ঢাকা/ইয়াসিন