টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচেও হারল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে আজ সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলেছে ৩ উইকেটে ১৮ বল হাতে রেখে। টি-টোয়েন্টিতে এটা তো হেসেখেলে জয়ই। সফরে এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজে সবগুলো জিতেছে অস্ট্রেলিয়া।

অর্থাৎ, এই সফরে টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮-০ ব্যবধানে।

কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়ার এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটি আছে তালিকায় দুইয়ে। কোনো ম্যাচ না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের হারিয়েছিল সব মিলিয়ে ৯-০ তে।

একই মাঠে আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ২১৪ ও ২০৫ তুলেও জিততে পারেনি। আজ শেষ ম্যাচে দলটি তুলেছে মাত্র ১৭০ রান। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। ফিফটি পেয়েছেন শিমরন হেটমায়ার।

বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছিলেন ৩১ বলে ৫২ রানের ইনিংস। এ ছাড়া শেরফান রাদারফোর্ড করেছেন ১৭ বলে ৩৫। শেষদিকের কোনো ব্যাটসম্যানই বড় শট খেলতে পারেননি। ইনিংসে শেষ তিন ওভারে রান উঠেছে মাত্র ১৫। বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস উইকেট নিয়েছেন ৩টি।

এই রান তাড়া করতে নেমে ২৫ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উইকেট হারানোর কারণে অবশ্য অস্ট্রেলিয়ার রানের গতি থামেনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টিম ডেভিড যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার রান ৪.

৪ ওভারে ৬০ রান। ১২ বলে ৩০ রান করেছেন ডেভিড।

ডেভিড যাওয়ার পর ঝড় তোলেন মিচেল ওয়েন। ১৭ বলে তিনি করেছেন ৩৭ রান। এরপর অ্যারন হার্ডির ২৫ বলে ২৮ রানের ওয়ানডে ইনিংসে সহজে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ডোয়ারসুইস। সিরিজসেরা ক্যামেরন গ্রিন। ৫ ম্যাচে তিনি ফিফটি করেছেন ৩টি, রান করেছেন ২০৫।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৭০( হেটমায়ার ৫২, রাদারফোর্ড ৩৫; ডোয়ারসুইস ৩/৪১, এলিস ২/৩২)
অস্ট্রেলিয়া: ১৮ ওভারে ১৭৩/৭( ওয়েন ৩৭, ডেভিড ৩০; আকিল ৩/১৭, জোসেফ ২/২১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বেন ডোয়ারসুইস
সিরিজসেরা: ক্যামেরন গ্রিন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ