ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারে মুখ খুললেন অমর্ত্য সেন
Published: 1st, August 2025 GMT
ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, ‘বাঙালিদের ওপর যদি অত্যাচার–অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন গতকাল বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজ বাসভবন প্রতীচীতে ফিরে এসে গণমাধ্যম কর্মীদের সামনে এ কথা বলেন।
পশ্চিমবঙ্গজুড়ে যখন বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা হেনস্তা হচ্ছেন, তখন সরব হয়ে এ কথা বলেছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ’হেনস্তার শিকার সে বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মাড়োয়ারি হোন, আমাদের আপত্তি করার কারণ থাকবে।’
অমর্ত্য সেন বলেন, ‘আমাদের সব মানুষকে সন্মান দেওয়া উচিত। ভারতীয় নাগরিকদের অধিকার রয়েছে দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে বসবাস করার। যেটা আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে। সংবিধানে আরও বলা আছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের ওপরই সেই অধিকার আছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।’
বাংলা ভাষার ওপর হেনস্তার অভিযোগের প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, ‘বাংলা খুবই গুরুত্বপূর্ণ ভাষা। চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হলো, তার মূল্য স্বীকার করতেই হবে। আর এই ভাষার মধ্যে তো নানা কাব্য লেখা হলো। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের কথা তো আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা আছে। এগুলোর মূল্য দিতেই হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অমর ত য স ন আম দ র র ওপর
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে