স্থগিত হওয়া বাউবি’র আইসিটি পরীক্ষা ৯ আগস্ট অনুষ্ঠিত হবে
Published: 4th, August 2025 GMT
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আগামী ৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হবে।
সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. খালেকুজ্জামান খান জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ১৮ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। তবে বাকি পরীক্ষাগুলোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সেগুলো পুনঃনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.
পরীক্ষার স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
ঢাকা/রফিক/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নবজাতকের চোখে পুঁজ কেন হয়, কেন পানি পড়ে
ছবি: প্রথম আলো