বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আগামী ৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হবে।

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. খালেকুজ্জামান খান জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ১৮ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। তবে বাকি পরীক্ষাগুলোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সেগুলো পুনঃনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.

bou.ac.bd-এ পাওয়া যাবে। এছাড়া, প্রয়োজনীয় তথ্যের জন্য পরীক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক বা উপ-আঞ্চলিক কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।

পরীক্ষার স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

ঢাকা/রফিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

দুদকের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এ আদেশ দেন।

ফরিদুল ইসলাম খান সবশেষ রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। ইতোমধ্যে তিনি অবসরে গেছেন। বর্তমানে রাজশাহী নগরের বড়কুঠিপাড়া মহল্লায় বাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার সুবর্ণগাতি গ্রামে।

দুদকের রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, ১ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালে ফরিদুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ

সোমবার মামলার ধার্য্য তারিখে ফরিদুল ইসলাম খান আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ