ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যর রহস্য উদঘাটনে ভিসেরা রিপোর্ট প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পুলিশের এআইজি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আশরাফুর রহমান। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

জানা যায়, সাজিদ হত্যার রহস্য উদঘাটনে সবচেয়ে বেশি জরুরি ও প্রয়োজন হয়ে পড়ে সাজিদের মৃত্যুর ভিসেরা রিপোর্ট। এতে সাজিদ হত্যার ইস্যুতে নিজের দায়বদ্ধতা থেকে ভিসেরা রিপোর্ট দ্রুত নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান এআইজি আশরাফ।

থানা পুলিশের মাধ্যমে জানা গেছে, ভিসেরা রিপোর্ট আসতে সাধারণত এক থেকে দুই মাস সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময়ও লেগে যায়। 

আরো পড়ুন:

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

দুদকের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারে

ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞের মতে, ভিসেরা রিপোর্ট সাধারণত ময়নাতদন্তের পর পরীক্ষাগারে পাঠানো হয় এবং ফলাফল আসতে সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। এটি নির্ভর করে সংশ্লিষ্ট ফরেনসিক ল্যাবরেটরির কাজের গতি এবং মামলার গুরুত্বের উপর।

গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর ১৭ দিনের মাথায় ভিসেরা রিপোর্ট প্রকাশের মাধ্যমে সাজিদের হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে ডিআইজি আশরাফের ভূমিকা নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করছেন।

গত রবিবার (৩ আগস্ট) সাজিদের মৃত্যুর প্রকাশিত ভিসেরা রিপোর্ট থেকে জানা যায়, সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। ময়না তদন্তের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

রিপোর্টে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ সিআইডি মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষ।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ভিসেরা রিপোর্টে যেটা এসেছে, সেটা থেকে বোঝা যাচ্ছে এটা হত্যাকাণ্ড।”

দ্রুত ভিসেরা রিপোর্ট প্রকাশের বিষয়ে এআইজি ড.

আশরাফ বলেন, “যেহেতু আমি এ বিভাগে আছি, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আবার আমার বিশ্ববিদ্যালয়েই একজন শিক্ষার্থী মারা গেছে; যেভাবেই হোক মারা গিয়েছে। তার প্রতি আমাদের দায় আছে না? তো সেই দায়বদ্ধতা থেকে চেষ্টা করেছি, যাতে ভিসেরা রিপোর্ট দ্রুত দিয়ে দেওয়া হয়। বিভাগের একজন ঊর্ধ্বতন হিসেবে আমি সুপারিশ করেছি, ওইভাবে তারা বিবেচনা করেছে।”

তিনি বলেন, “মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আর সোমবার (৪ আগস্ট) সিন্ডিকেট সভা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী কাজ করা উচিত।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আশরাফ ভাই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার্থীদের প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী শিক্ষার্থী ও সিনিয়র হিসেবে ছাত্রদলের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “কারো সহায়তা ছাড়া এত দ্রুত ভিসেরা রিপোর্ট পাওয়া সম্ভব হয় না। সারা দেশের ভিসেরা এক জায়গায় হয়। তো এসব রিপোর্ট পেতে মিনিমান দুইমাস, অনেক ক্ষেত্রে ১ বছরও লেগে যেতে পারে। এই রিপোর্ট খুব দ্রুত হয়েছে, যা অকল্পনীয়।”

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “সাজিদের মৃত্যুর ঘটনায় আমি রুটিন দায়িত্বে উপাচার্য হিসেবে ছিলাম। আমি যখন দেখলাম সাজিদের রহস্যজনক মৃত্যুতে ক্যাম্পাসের হলগুলোতে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করছে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে, ক্যাম্পাসকে শান্ত রাখতে এবং ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলার জন্য কাজ করেছি। এজন্য নিজের দায়িত্বের জায়গা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে এআইজি আশরাফকে তাগাদা দিয়েছি এবং আমি জোরালোভাবে তাকে অনুরোধ করেছি, যাতে সাজিদের মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়।”

গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। সাজিদের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সর্বশেষ সাজিদের পরিবার সোমবার (৪ আগস্ট) অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত র রহস য র রহম ন র একজন পর ক ষ প রক শ আশর ফ

এছাড়াও পড়ুন:

‘ঘাড়ে, বুকে, হাতে গরম কিছু এসে লাগল, লুটিয়ে পড়েছিলাম মাটিতে’

চারদিকে গুলির শব্দ। শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছত্রভঙ্গ হয়ে দিগ্‌বিদিক ছুটছিলেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটার দিকে আচমকাই শরীরে তীব্র একটা ঝাঁকুনি অনুভব করেন খালেদ মাহমুদ। বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন মাটিতে। জামাও ভিজে যায় রক্তে। সেই চিত্র আজও চোখে ভাসে তাঁর।

গত বছরের ৪ আগস্টের ঘটনা এটি। সেদিনের ঘটনার পর এক বছর কেটে গেছে। তবে সেদিনের যন্ত্রণা শরীরে বয়ে বেড়াচ্ছেন খালেদ। এখনো তাঁর শরীরে রয়েছে সাতটি গুলি। বাঁ হাত ও ডান পা অচল। হুইলচেয়ারে বসেই করেন চলাফেরা।

সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে লক্ষ্মীপুর শহরে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে হঠাৎ করে সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা–কর্মীরা বাড়ির ছাদ থেকে গুলি ছুড়তে শুরু করেন। টানা ছয় ঘণ্টা ধরে চলা এ হামলায় নিহত হন চার শিক্ষার্থী। গুলিবদ্ধ হন শতাধিক। ২০ বছর বয়সী খালেদ তাঁদের একজন।

খালেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। সেদিনের ঘটনার কথা মনে করলে কেঁপে ওঠেন তিনি। প্রথম আলোকে খালেদ বলেন,‘সাড়ে চারটার দিকে হঠাৎ আমার বুক, ঘাড়, হাত—সব জায়গায় একসঙ্গে গরম কিছু এসে লাগল। তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ি। হাত-পা বাঁকা হয়ে যাচ্ছিল। পাশে অনেকে চিৎকার করছিল। কেউ চ্যাংদোলা করে, কেউ রিকশায় তুলে নিয়ে যাচ্ছিল আহতদের।’

খালেদ জানান, তাঁর শরীরে ১০টি গুলি লাগে। এর মধ্যে একটি গুলি শরীর ভেদ হয়ে বের হয়ে যায়। পরে অস্ত্রোপচার করে একটি গুলি লিভার থেকে বের করা হয়। আরেকটি বের করা হয় পেট থেকে। বাকি সাতটি শরীরে রয়ে গেছে।

সেদিনের ঘটনার পর দীর্ঘ দেড় মাস তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি। বাড়িতেই এখন তাঁর চিকিৎসার কার্যক্রম চলছে। প্রতিদিন তাঁর চলাফেরার জন্য পরিবারের সদস্যদের সহযোগিতা লাগে। নিজের দুর্ভোগের কথা জানিয়ে খালেদ বলেন, ‘সেদিন শুধু আমার শরীরে নয়, আমাদের ভবিষ্যতেও গুলি লেগেছিল। আমি দেশের তরুণদের জন্য আওয়াজ তুলেছিলাম, কোনো অপরাধ করিনি। এখন সাতটা গুলি শরীরে নিয়ে বেঁচে আছি, কিন্তু জীবন আর আগের মতো নেই।’

খালেদের চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। জানতে চাইলে বাবা শাহীন কাদের প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করেছিল। পড়াশোনায় ভালো ছিল। গুলি খেয়ে এখন পঙ্গু হয়ে গেছে। চিকিৎসা চালাতে ধারদেনায় ডুবে গেছি। সরকার যদি না দেখে ছেলেোকে কীভাবে বাঁচাব? সে তো কোনো সন্ত্রাসী নয়। দেশকে ভালোবাসত।’

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার প্রথম আলোকে বলেন, খালেদের বিষয়টি তিনি জেনেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। একজন তরুণ ছাত্রকে এভাবে কষ্ট করতে দেখা মর্মান্তিক। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সহায়তা দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • গয়নার দোকান থেকে গুজবের বাজার—তামান্না অবশেষে মুখ খুললেন রাজ্জাক প্রসঙ্গে
  • আবুল হাসানকে নিয়ে নতুন গল্পগাছা ও পূর্বাপর
  • সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব: মির্জা আব্বাস
  • অচলায়তন ভেঙে সক্রিয় হওয়ার অপেক্ষায় কোয়াব
  • রক্তাক্ত ৪ আগস্ট: ফেনীতে গুলিতে ঝরে যায় ৭ তরুণের প্রাণ
  • হাতকড়াসহ নৌকা থে‌কে হাওরে ঝাঁপ দি‌য়ে আওয়ামী লীগ নেতার পলায়ন
  • ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা: সাদিক কায়েম
  • কন্যা ফাতিমাকে নবীজির ৫ উপদেশ
  • ‘ঘাড়ে, বুকে, হাতে গরম কিছু এসে লাগল, লুটিয়ে পড়েছিলাম মাটিতে’