ঘরে মশারি টানানোই আছে, মানুষ নেই শুয়ে আছে কুকুর
Published: 5th, August 2025 GMT
হামলায় টিনের বেড়া ফুটো হয়ে গেছে। বাইরে থেকেই ঘরের ভেতরে দেখা যাচ্ছে। বিছানায় মশারি টানানোই আছে। মেঝেতে শুয়ে আছে দুটি কুকুর। উঁকি দিতেই ঘেউ ঘেউ করে একটি কুকুর বাড়ির বাইরে এল। গতকাল সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রামের সাঁওতালপাড়ায় গিয়ে এই দৃশ্য দেখা যায়। গত বুধবার দুই দফা হামলার পরে বাসিন্দারা সবকিছু ফেলে পালিয়ে গেছেন। শুধু একটি বাড়িতে একজন বৃদ্ধা যেতে পারেননি বলে থেকে গেছেন।
জেলার পবা উপজেলার ভেতরে দিয়ে বয়ে যাওয়া বারনই নদের তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর প্রায় পাঁচ বছর আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই ১২টি পরিবার বাড়ি করে। এর মধ্যে সাতটি পরিবার সাঁওতাল, চারটি ধাঙ্গড় (ওরাঁও) ও একটি রবিদাস সম্প্রদায়ের। বাঁধের ওপরে তাঁদের বাড়ি। তার পরেই রয়েছে মো.
সোমবার সকালে সাঁওতাল পাড়ায় গিয়ে কোনো বাড়িতেই বাসিন্দাদের কাউকে পাওয়া যায়নি। একটি বাড়িতে একজন বৃদ্ধাকে পাওয়া যায়। তাঁর নাম অমলা দাসী। অমলার কাছ থেকে জানা যায়, তাঁর জামাতার বাড়িতে এসেছিলেন। নিজের বাড়ি নওগাঁর নিয়ামতপুরে। অমলা হাঁটতে পারেন না। ১৫ দিন আগে চিকিৎসার জন্য এখানে এসেছিলেন। এই বাড়িতে থেকেই রাজশাহীতে চিকিৎসা করাচ্ছেন। হাঁটতে–চলতে পারেন না বলে এই বাড়িতেই পড়ে আছেন বলে জানান অমলা।
পাশের বাড়িটিতেও কেউ নেই। ছড়িয়ে-ছিটিয়ে আছে বাড়ির জিনিসপত্র। ঘরের দেয়ালে টাঙানো আছে বিদ্যুৎ বিলের বেশ কিছু কাগজ। একটি কাগজে দেখা যায়, বাড়িটির মালিক শ্যামল মুর্মু। তিনিই এই সাঁওতালপাড়ার সরদার। শ্যামলের পরের বাড়িটিও একইভাবে তছনছ অবস্থায় দেখা যায়। আরেকটি বাড়ির দেয়ালেও বিদ্যুৎ বিলের কপি পাওয়া গেল। তাতে দেখা গেল বাড়ির মালিকের নাম বেরজন টুডু। বিলের অনুলিপিতে মুঠোফোন নম্বরও আছে। সেই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
রাজশাহীর পবা উপজেলার বাগসারা সাঁওতালপাড়ায় হামলার ছয় দিন পরও তছনছ করা বাড়িতে কেউ ফেরেননি। সোমবার সকালেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স