খাগড়াছড়িতে চেঙ্গী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত
Published: 8th, August 2025 GMT
খাগড়াছড়িতে কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় জেলার মহালছড়ির চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুটি ইউনিয়নের ২০০টির বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি গ্রামগুলোর মধ্যে রয়েছে, সিলেটি পাড়া, চিটাংগাপাড়া, ব্রিজ পাড়া ও কাপ্তাই পাড়া।
মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঐসব এলাকার বহু পরিবার পানিবন্দি।
এদিকে, শুক্রবার (৮ আগস্ট) সকালে চিটাগাংপাড়া ও সিলেটিপাড়ায় পানিবন্দি পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বন্যার্ত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়।
এসময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লে.
ঢাকা/রূপায়ন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ পর ব র
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৬টা থেকে পৌর এলাকাসহ খাগড়াছড়ি সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফেতখারুল ইসলাম খন্দকার শনিবার (৪ অক্টোবর) রাত ৮টায় ১৪৪ ধারার এ আদেশ প্রত্যাহার করেন।
এর আগে মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
ঢাকা/রূপায়ন/সাইফ