যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড। মঙ্গলবার সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এ ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির বৈঠকের একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে তিনি জেনেভাকে পছন্দ করবেন।

সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস ফরাসি প্রেসিডেন্টের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে সুইজারল্যান্ড তাদের উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞ।

বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ডে এই ধরনের বৈঠক ঘিরে আইনি প্রশ্ন রয়েছে।

সুইজারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠার জন্য রোম চুক্তিতে অনুমোদন দিয়েছে। পুতিনকে যেহেতু যুদ্ধাপরাধের আইসিসি অভিযুক্ত করেছে, তাই সুইস মাটিতে পৌঁছালে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে জেনেভা।

তবে সুইস সরকার ইতিমধ্যেই তার আইনজীবীদের মাধ্যমে বিষয়গুলো পরীক্ষা করে দেখেছে বলে ক্যাসিস জানিয়েছেন।

তিনি সুইস মিডিয়াকে বলেছেন, “পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও আমরা এটি করতে পারি। কারণ যুদ্ধ বন্ধে আমাদের বিশেষ ভূমিকা এবং জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হিসেবে জেনেভার ভূমিকা রয়েছে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ