আসন্ন জাতীয় নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং: ইসি
Published: 29th, August 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আর সে লক্ষ্যে পিছু হটার সুযোগ নেই। সুষ্ঠু ভোট আয়োজন করতে ব্যর্থ হলে দায় শুধু নির্বাচন কমিশনের নয়, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সমানভাবে জবাবদিহির আওতায় আসবেন।”
তিনি আরো বলেন, “জীবনের ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। অনিয়ম বা কর্তব্যে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন হতে যাচ্ছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। সব প্রতিকূলতা ও চাপ মোকাবিলা করেই আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। এতে ব্যর্থতার কোনো সুযোগ নেই।”
তিনি সব স্তরের নির্বাচনি কর্মকর্তাদের সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ঢাকা/এএএম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল