আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আর সে লক্ষ্যে পিছু হটার সুযোগ নেই। সুষ্ঠু ভোট আয়োজন করতে ব্যর্থ হলে দায় শুধু নির্বাচন কমিশনের নয়, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সমানভাবে জবাবদিহির আওতায় আসবেন।”

তিনি আরো বলেন, “জীবনের ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। অনিয়ম বা কর্তব্যে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন হতে যাচ্ছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। সব প্রতিকূলতা ও চাপ মোকাবিলা করেই আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। এতে ব্যর্থতার কোনো সুযোগ নেই।”

তিনি সব স্তরের নির্বাচনি কর্মকর্তাদের সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ঢাকা/এএএম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ