বন্দরে ওয়ারেন্টেভূক্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার রুপালী আবাসিক এলাকাস্থ ত্রিবেনী ব্রীজ এলাকার মৃত কাইল্লা আক্তার মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম (৪৫) একই থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাছির মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মহসিন ওরফে মুইচ্ছা (৩৫) ।

বন্দর বাজার এলাকার মামুন মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১৪(৯)২৫ নং মামলার এজাহারভূক্ত আসামী রনী (২২)।

এ ছাড়াও অপরধৃতরা হলো ঝালকাঠি জেলার বানাইহাট খালেক হাওলাদারের ছেলে হাসিব (২৪) সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকার মোতালেব মিয়ার ছেলে মুন্না (২৭) বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে বিজয় হোসেন (২৫)।

নবীগঞ্জ এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে হৃদয় (২৫) ও সুদূর ময়মনসিংহ জেলার কুলচরিত্র থানার চর নিয়ামত এলাকার নিজাম উদ্দিন খানের ছেলে রফিকুল ইসলাম খান (৪০)।

গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে শফিকুল ইসলাম ও মহসিনকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃত রনিকে বন্দর থানার দায়েরকৃত  নিয়মিত মামলা ও বাকি ৫ জনের মধ্যে হাসিব, হৃদয় ও রফিকুল ইসলাম খানকে ৫৪ ধারায় এবং  মুন্না ও বিজয়কে পুলিশ আইনের ৩৪ ধারায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।

এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক ল ইসল ম এল ক র

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ