ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড
Published: 12th, September 2025 GMT
সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির একটি প্যানেল বৃহস্পতিবার এই সাজা ঘোষণা করেছে।
রায়ে বলা হয়েছে, ২০২২ সালের নির্বাচনে বলসোনারো তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পরেও ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন। এই অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
চারজন বিচারপতি সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করেছেন এবং একজন তাকে খালাস দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
বলসোনারোর আইনজীবীরা এই সাজাকে ‘অযৌক্তিকভাবে অতিরিক্ত’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, তারা ‘যথাযথ আপিল’ দায়ের করবেন।
সুপ্রিম কোর্টের প্যানেল বলসোনারোকে ২০৩৩ সাল পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও নিষেধাজ্ঞা দিয়েছে।
পলাতক ঝুঁকি হিসেবে বিবেচিত হওয়ার পর গৃহবন্দি থাকা বোলসোনারো বিচারের এই চূড়ান্ত পর্যায়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হননি। কিন্তু তিনি অতীতে জানিয়েছিলেন, এটি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার চেষ্টার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় তিনি একে ‘উইচ হান্ট’ বলেও অভিহিত করেছেন।
বলসোনারোর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিশোধ হিসাবে ট্রাম্প ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, তিনি এটিকে ‘খুবই আশ্চর্যজনক’ বলে মনে করেছেন।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়ার আদালতের রায়কে তার নিজের অভিজ্ঞতার সাথে তুলনা করে ট্রাম্প বলেছেন, “এটি অনেকটা আমার সাথে করার চেষ্টা করার মতো। কিন্তু তারা এর থেকে মোটেও রেহাই পায়নি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বলস ন র কর ছ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।