দূরদর্শী নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক
Published: 13th, September 2025 GMT
নবগঠিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার এক নতুন অধ্যায় শুরু করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকিং, ফাইন্যান্স ও গভর্নেন্সে সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে গঠিত এই বোর্ড, দায়বদ্ধতা, স্বচ্ছতা ও গ্রাহককেন্দ্রিক সেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে।
নতুন বোর্ডে রয়েছেন দেশের অন্যতম সেরা ও দক্ষ ব্যক্তিত্বরা। বর্তমানে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন-প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডা.
অভিজ্ঞতা ও দক্ষতার অনবদ্য এই সমন্বয় প্রিমিয়ার ব্যাংককে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
গত ১৯ আগস্ট, ২০২৫ এই নতুন বোর্ড গঠিত হওয়ার পর থেকে প্রথম তিন সপ্তাহে বোর্ডের অগ্রাধিকার ছিল-কর্পোরেট গভর্নেন্স ও কমপ্লায়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যাংকিং পলিসি প্রণয়নের মাধ্যমে আমানতকারীর আস্থা ও প্রতিষ্ঠানের সুনাম অটুট রাখা। পাশাপাশি মন্দ ঋণ আদায় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
মূল ফোকাসের ক্ষেত্রসমূহ হলো-১। অডিট ইস্যু: দীর্ঘদিনের অমীমাংসিত অডিট জটিলতা স্বচ্ছতার সঙ্গে সমাধান। ২। ডিভিশনাল স্ট্র্যাটেজি : প্রতিটি বিভাগের লক্ষ্য করপোরেট উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য করা। ৩। সার্ভিস কোয়ালিটি : কোনো গ্রাহক বিলম্ব ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারে তার নিশ্চয়তা প্রদান। ৪। অ্যাকাউন্ট সেগ্রিগেশন : ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা। ৫। কর্পোরেট সংস্কৃতির পরিবর্তন : সব স্তরে দায়িত্বশীলতা ও দক্ষতা বৃদ্ধি। ৬। কর্পোরেট গভর্নেন্স : আমানতকারীর সুরক্ষা ও আস্থা বৃদ্ধির জন্য টেকসই কাঠামো গঠন।
এছাড়া রেমিট্যান্স, রিটেইল, করপোরেট, এসএমই, কার্ডস, ডিজিটাল ও ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে সবিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিদিন পর্যাপ্ত সময় দিয়ে বোর্ড ও এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটির বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সম্মানিত বোর্ড সদস্যরা। প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের এই অসাধারণ কর্মস্পৃহা গ্রাহকবান্ধব সংস্কৃতির প্রতিফলন।
বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার হলো-আমানতকারীর অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্যে খারাপ ঋণ ও অডিট সংক্রান্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে। গ্রাহকের অর্থ সুরক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে যেকোনো গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশিত পরিষেবাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
যখন অনেক আর্থিক প্রতিষ্ঠান ডলার ঘাটতি ও তারল্য সংকটে ভুগছে, তখন প্রিমিয়ার ব্যাংক দৃঢ় অবস্থানে রয়েছে।প্রতিদিন প্রিমিয়ার ব্যাংকের সব শাখার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে এলসি (এলসি) খোলা হচ্ছে, যা ব্যাংকের স্থিতিশীলতা ও সক্ষমতার প্রমাণ করে। গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ মানের সেবা, যেখানে দক্ষতা, যত্ন ও আস্থার ওপর নতুন গুরুত্বারোপ করা হয়েছে।
দীর্ঘ ২৫ বছরের অগ্রযাত্রায় প্রিমিয়ার ব্যাংক ব্যবসা ও ব্যক্তিগত গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিয়ে গড়ে তুলেছে উৎকর্ষতার ঐতিহ্য। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নতুন বোর্ড ও ভবিষ্যতমুখী কৌশলের মাধ্যমে গ্রাহকদের আস্থা রক্ষা ও সেবার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাতে প্রিমিয়ার ব্যাংক আরো দৃঢ় প্রতিজ্ঞ।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান