খারাপ আবহাওয়ায় স্থগিত হলো এনসিএল টি-টোয়েন্টি
Published: 16th, September 2025 GMT
বর্ষার বৃষ্টিতে ভেসে গেল দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর এনসিএল টি-টোয়েন্টি। টানা বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম অযোগ্য হয়ে পড়ে খেলার জন্য। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠকে ফের খেলার উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, চলমান এনসিএল টি-টোয়েন্টি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। নতুন করে কবে থেকে খেলা শুরু হবে, সেই তারিখও এখনো নির্ধারণ হয়নি।
আরো পড়ুন:
রাজশাহী-বগুড়া-সিলেটে এনসিএল টি-টোয়েন্টি
‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’
গত আসরের সব ম্যাচ হয়েছিল কেবল সিলেটে। এবার দর্শকদের চাহিদার কথা ভেবে বিসিবি ভেন্যু বাড়িয়ে রাজশাহী ও বগুড়াকেও অন্তর্ভুক্ত করে। কিন্তু মৌসুমি বৃষ্টির কারণে পরিকল্পনা ভেস্তে যায়।
উদ্বোধনী দিনে সিলেট বনাম রংপুর ম্যাচটি এক বল না গড়িয়েই পরিত্যক্ত হয়। বগুড়ার ম্যাচ তো টসেরও সুযোগ পায়নি লাগাতার বৃষ্টির কারণে। রাজশাহীতেও একই অবস্থা- ঢাকা মেট্রো বনাম রাজশাহীর লড়াই নেমে আসে মাত্র পাঁচ ওভারে। সেই সংক্ষিপ্ত ম্যাচে ছক্কা-চারের ঝড় তুলে মেট্রো সাত উইকেটে জয় তুলে নেয়।
বিসিবি ইতোমধ্যে সূচি বদলে সিলেটের ২১ সেপ্টেম্বরের ম্যাচ এক দিন পিছিয়ে ২২ সেপ্টেম্বর করেছিল। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় শেষমেশ পুরো টুর্নামেন্টই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫