সুন্দর ছিমছাম একটা পরিবার। এক রাতের বিপর্যয়েই সব ওলট–পালট হয়ে যায়। কেন ঘটে, কী তার পেছনের কারণ? বলছি হইচইয়ে মুক্তি পাওয়া নতুন সিরিজ ‘আকা’র কথা।

একনজরে
সিরিজ: ‘আকা’
পর্বসংখ্যা:
জনরা: সোশ্যাল থ্রিলার
স্ট্রিমিং: হইচই
চিত্রনাট্য ও পরিচালক: ভিকি জাহেদ
অভিনয়: আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহেদ আলী
রানটাইম: ২ ঘণ্টা ৫৩ মিনিট

ছোটবেলা থেকে চাচার (আজিজুল হাকিম) কাছে মানুষ আবুল কালাম আজাদ (আফরান নিশো)। তবে আর দশটা শিশুর মতো স্বাভাবিক ছিল না তাঁর শৈশব। ছোটবেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার ট্রমা থেকে সে বের হতে পারে না। হ্যালুসিনেশন হয়; প্রায়ই খিঁচুনিতে ভোগে। নিজেকে সামলাতে পারে না।
চাচার বদৌলতে একটি পার্সেল ডেলিভারি অফিসে চাকরি পায় আজাদ। অল্প বেতন। এই পার্সেল ডেলিভারি দিতে গিয়েই মেঘার (মাসুমা রহমান নাবিলা) সঙ্গে পরিচয়। আজাদের জীবনে এক টুকরো শান্তির মেঘ হয়ে দেখা দেয় মেঘা।

আজাদের জীবনের একমাত্র ইচ্ছা, গায়ক হবে। প্রায় দিনই ঘরে ফিরে গিটার হাতে বসে পড়ে। শ্রোতারা যেন তার গান শুনে অনুদান দিতে পারে, সে জন্য একটি পৃষ্ঠপোষক অ্যাপেও নাম লেখায় কিন্তু কেউ সাড়া দেয় না। বরং গান গাইতে গিয়ে বারবার অপমানিত হয়। নেশায় ডুবে দুঃখ ভুলতে চায় আজাদ। একদিন পানশালায় বচসা থেকে ঘটে দুর্ঘটনা, খুন হয়ে যায় ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তি। কিন্তু অচিরেই অন্যদিকে মোড় নেয় ঘটনা। ২৫ বছর আগের ভয়ংকর খুনি আকার সঙ্গে আজাদের কেমন যেন মিল! দুই ঘটনার মধ্যে কোনো কি সূত্র আছে? নাকি নেহাত কাকতালীয়?

‘আকা’য় আফরান নিশো। হইচইয়ের সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ