সাভারে আকিজ সিরামিকসের শোরুম উদ্বোধন
Published: 13th, October 2025 GMT
দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস সাভারে নতুন শোরুম উদ্বোধন করেছে। গতকাল রোববার হেমায়েতপুরের সিঙ্গাইর রোডে মেসার্স উষা স্যানিটারি অ্যান্ড টাইলস হাউস নামে আকিজ সিরামিকসের নতুন এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়।
আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম শোরুমটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, শোরুমের স্বত্বাধিকারী মো.
শোরুমটিতে প্রদর্শিত হচ্ছে আকিজ সিরামিকসের সর্বশেষ টাইলস কালেকশন ও সমসাময়িক ডিজাইনের টাইলসসমূহ। আকর্ষণীয় ফার্নিচার, আধুনিক আলোকসজ্জা ও উন্নত ডিসপ্লে ব্যবস্থার সমন্বয়ে সাজানো হয়েছে শোরুমটি, যা ক্রেতাদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।
পরপর ছয়বারের ‘বেস্ট ব্র্যান্ড’ এবং দুইবারের ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত টাইলস ব্র্যান্ডটি ‘প্রমিজ অব পারফেকশন’–এর অঙ্গীকারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা দেশে আকিজ সিরামিকসের ১৫০টির বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে। নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ঢাকার আশেপাশের ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে এবং উন্নত সেবা প্রদানে এক ধাপ এগিয়ে গেল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ইলস
এছাড়াও পড়ুন:
ক্যান্সার রোগী বৃদ্ধি ও প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি: স্ব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে জনসাধারণকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।”
সোমবার (১৩অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের দেশের ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে হলে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।”
ক্যান্সার চিকিৎসার জন্য অপরিহার্য লিনাক মেশিন সম্পর্কে উপদেষ্টা আরো বলেন, “এই মেশিন অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরো ছয়টি লিনাক মেশিন ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মেশিনগুলো দেশে আসবে বলে আশা করছি।”
স্তন ক্যান্সার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে নূরজাহান বেগম বলেন, “এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য আমাদের লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করতে হবে।”
তিনি বলেন, “বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দেখা গেছে, ৩০ বছরের কম বয়সেও অনেকের স্তন ক্যান্সার হতে পারে। তাই বয়সের দিকে না তাকিয়ে কোনো ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।”
ঢাকা/এএএম/মেহেদী