রাশিয়ার একটি সাবমেরিন যান্ত্রিক ত্রুটির কারণে সাগরে ভেসে উঠেছে- এমন খবরে রুশ নৌবহরের অবস্থা নিয়ে ব্যঙ্গ করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে। তিনি রুশ সাবমেরিনটিকে ‘ল্যাংড়া’ সাবমেরিন বলে রসিকতা করেছেন। যান্ত্রিক ত্রুটির বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

আরো পড়ুন:

রা‌শিয়ায় যু‌দ্ধে নিহত রাজবাড়ীর নজরুল, প‌রিবার জান‌ল ৭ মাস পর

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৫

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ অক্টােবর) স্লোভেনিয়ায় এক ভাষণে ন্যাটো প্রধান বলেন, “১৯৮৪ সালের টম ক্ল্যান্সির উপন্যাস দ্য হান্ট ফর রেড অক্টোবর-এর মতো দৃশ্য আর নেই। এখন মনে হচ্ছে যেন, রাশিয়ার সাবমেরিনগুলো বাড়ি ফেরার পথে মেকানিক খুঁজছে।” 

রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট জানিয়েছে, তাদের ডিজেলচালিত সাবমেরিন নোভোরোসিস্ক ফ্রান্সের উপকূলে নেমেছিল (ভেসে উঠেছিল) ন্যাভিগেশন নিয়ম মেনে চলার জন্য। ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সাবমেরিনটিকে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পর্যবেক্ষণ করছিল।

তবে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১১ অক্টােবর) জানিয়েছিল, সাবমেরিনটিকে উত্তর সাগরে টাগবোট দিয়ে টেনে নেওয়া হচ্ছিল- যা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয়।

রাশিয়া দাবি করেছে, সাবমেরিনে কোনো ত্রুটি হয়নি। সোমবার রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের উপকূলে ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন নোভোরোসিস্কের জরুরি ভেসে ওঠা সম্পর্কে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।” 

বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক ন্যাভিগেশন আইনের অধীনে সাবমেরিনগুলোকে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় ভেসে থাকতে হয়।

এদিকে, রুশ নিরাপত্তা সংক্রান্ত ফাঁস প্রকাশের জন্য পরিচিত টেলিগ্রাম চ্যানেল ভিসিএইচকে-ওজিপিইউ দাবি করেছে, ২৭ সেপ্টেম্বর সাবমেরিনটির জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল লিক হচ্ছিল জিব্রালটার প্রণালিতে, যা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছিল।

সাবমেরিনটি ভূমধ্যসাগর থেকে ফেরার পথে ছিল। ব্রিটিশ রয়্যাল নেভি জানায়, ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তারা সাবমেরিনটিকে তিন দিন নজরদারিতে রেখেছিল।

ন্যাটো মিশনের অংশ হিসেবে এইচএমএস আয়রন ডিউক সাবমেরিন ও এর সাপোর্ট টাগবোটকে ইংলিশ চ্যানেল থেকে উত্তর সাগর পর্যন্ত পর্যবেক্ষণ করে। এরপর ডাচ নৌবাহিনীও সেটিকে এসকর্ট করে বলে নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুটে তার ভাষণে বলেন, “ভূমধ্যসাগরে এখন রুশ নৌবাহিনীর উপস্থিতি প্রায় নেই বললেই চলে।”

বিশ্লেষকদের মতে, ন্যাটো প্রধানের মন্তব্য রাশিয়ার সামরিক সক্ষমতাকে ব্যঙ্গ করার পাশাপাশি পশ্চিমা ঐক্যের বার্তাও বহন করছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বম র ন

এছাড়াও পড়ুন:

রুরাল পাওয়ার কোম্পানিতে নির্বাহী পরিচালক পদে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন

নির্বাহী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। প্রথমে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত আরও দুটি মেয়াদে (প্রতিটি ৩ বছর) চুক্তি নবায়ন করা যেতে পারে। ১৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম ও বিবরণ

নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

পদসংখ্যা: ০১

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছর)। যোগ্য প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত দুই মেয়াদে (প্রতিটি ৩ বছর) নবায়নের সুযোগ থাকবে।

দায়িত্বগুলো

১. কোম্পানির বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার জন্য প্রকল্প প্রোফাইল প্রস্তুতসহ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা এবং সুশাসনের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সব আইন, বিধি ও নীতিমালা মেনে চলা নিশ্চিত করা।

২. প্রযুক্তিগত সমীক্ষা পরিচালনা, কৌশল ও নীতিমালা প্রণয়ন, এবং প্রকল্পের কার্যকর পরিকল্পনা নিশ্চিত করা; এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও তত্ত্বাবধান অন্তর্ভুক্ত। PDFP, DPP, GSA/FSA, PPA, PCR, প্রি-ফিজিবিলিটি স্টাডি, টেন্ডারিং ও কন্ট্রাক্ট ম্যানেজমেন্টে পারদর্শী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যন্ত্রপ্রকৌশল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE)-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীর ন্যূনতম GPA থাকতে হবে ৫-এর মধ্যে ৩.৫ এবং ৪-এর মধ্যে ২.৫। প্রচলিত পদ্ধতিতে (ক্লাস/ডিভিশন) উত্তীর্ণ হলে ন্যূনতম ২য় বিভাগ/ক্লাস থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/ক্লাস গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: সরকারি খাতে (GoB/SOE/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান) প্রার্থীর কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ব্যবস্থাপনায় (জাতীয় বেতন স্কেল গ্রেড ৪ বা তার ঊর্ধ্বে) বিদ্যুৎ খাতে থাকতে হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ খাতের কোম্পানিতে (SOC) কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ব্যবস্থাপনায় (DGM বা সমমান ও তার ঊর্ধ্বে)।

বেসরকারি খাতে আবেদনকারীর কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছর বিদ্যুৎ খাতের সুপরিচিত প্রতিষ্ঠানে সিনিয়র ব্যবস্থাপনা বা নেতৃত্ব পর্যায়ে থাকতে হবে। অভিজ্ঞতার সার্টিফিকেটে দায়িত্বগুলো বিস্তারিতভাবে উল্লেখ থাকতে হবে।

বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটি–সংক্রান্ত পরিকল্পনা বা প্রকল্প ব্যবস্থাপনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনএই ‘ভুলে ভরা’ বিসিএস প্রশ্নপত্র কারা তৈরি করল৮ ঘণ্টা আগেবয়সসীমা

ন্যূনতম: ৪৫ বছর

সর্বোচ্চ: ৬০ বছর

বেতন ও ভাতা

মূল বেতন: ১,৪৯,০০০ টাকা।

গ্র্যাচুইটি, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, লিভ এনক্যাশমেন্ট, চিকিৎসা ব্যয়ের পুনর্ভর্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদনের পদ্ধতি

১। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি, সব একাডেমিক ও অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করতে হবে এবং নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। মৌলিক সনদপত্র মৌখিক পরীক্ষায় যাচাই করা হবে।

২। পূরণকৃত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র অফিস সময় (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) এর মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নেবে ৪০ জন, চাকরি পেতে করুন আবেদন৫ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা

জেনারেল ম্যানেজার (এইচআরএম), বিদ্যুৎ উৎপাদন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), ইউনিক হাইটস (১৫ তম তলা), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।

আবেদনের সময়সীমা

১৯ অক্টোবর ২০২৫

নির্দেশনা

১। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রার্থীদের এনওসি বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

২। কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

৩। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন https://rpcl.gov.bd/

আরও পড়ুনএমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান হাসনাতের১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ