কৃষি ও এসএমই ঋণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতিতে ছাড় পেল ব্যাংকগুলো
Published: 14th, October 2025 GMT
কৃষি ও এসএমই ঋণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ঋণের বিপরীতে আগের চেয়ে কম নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে।
ব্যাংকের পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ফলে এই ছাড় ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন হিসেবে (এসএমএ) থাকা বকেয়া ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগ খাতের অধীনে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোগে ঋণ বিতরণে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতায় সব অশ্রেণীকৃত (স্ট্যান্ডার্ড এবং এসএমএ) স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) শিল্প উদ্যোগের ঋণের বিপরীতে ১ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে।
গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা এই দাবি তুলে ধরেন। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরই বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এ নিয়ে সিদ্ধান্ত জানাল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিএমএসএমই ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদোক্তাদের (সিএমএসএমই) স্বল্পমেয়াদি ঋণ পেতে প্রভিশন কমিয়ে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ পেতে সহজ হবে। নতুন সুবিধা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সোমবার এ সংক্রান্ত্র এক নির্দেশনা দিয়েছে।
আরো পড়ুন:
ব্যাংকের কার্ড থেকে নগদ, বিকাশে টাকা পাঠানোর নতুন সুবিধা
১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নির্দেশনা অনুযায়ী, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) স্বল্পমেয়াদি দেওয়া অনশ্রেণিভুক্ত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এছাড়া আগে জারি করা নির্দেশনার অন্য সব প্রযোজ্য নিয়ম আগের মতোই বহাল থাকবে। এতোদিন এসব ঋণের বিপরীতে ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি উদোক্তাদের ঋণ পাওয়ার বিষয়টি সহজ করার দাবি জানিয়ে আসছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ব্যাংকের ঋণ প্রবাহ বাড়ানো এবং তারল্য নিশ্চিত করা। বিশেষ করে করোনার পর ও অর্থনীতিতে স্বাভাবিক প্রবাহ ফিরে আনার প্রেক্ষাপটে সিএমএসএমই খাতের ঋণ সহজলভ্য করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঢাকা/নাজমুল/ফিরোজ