ইস্ট এশিয়া প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্ব শেষ হওয়ার আগেই আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে নেপাল ও ওমান। ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরটিতে তারা সরাসরি খেলবে। আল আমেরাতে নিজেদের সুপার সিক্স ম্যাচ মাঠে গড়ার আগেই নিশ্চিত হয়েছে বিষয়টি।

এই দুই দলের যোগ্যতা অর্জনের পথ সহজ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জয়। দিনের প্রথম ম্যাচে ইউএই ৭৭ রানে হারিয়েছে সামোয়াকে। যার ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয় স্থানে থেকে যায় (৪ পয়েন্ট নিয়ে)। অন্যদিকে নেপাল ও ওমান আছে টেবিলের শীর্ষে। দুই দলের পয়েন্ট সমান হলেও এগিয়ে আছে শুধুমাত্র নেট রান রেটের ব্যবধানে।

আরো পড়ুন:

বিশ্বকাপে সেঞ্চুরি চান শারমিন

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি

ইউএই এখনও টিকে আছে বাছাইয়ের দৌড়ে; তাদের পরের ম্যাচ ১৬ অক্টোবর জাপানের বিপক্ষে। যা হবে ‘করো বা মরো’ লড়াই।

নেপালের টানা সাফল্যের নেপথ্যে রয়েছেন তাদের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিছানে। চার ইনিংসে তিনি নিয়েছেন ১০ উইকেট, অবিশ্বাস্যভাবে গড়ে প্রতি উইকেট ৯.

৪০ রানে। আর ইকোনমি রেটও ছয়ের নিচে। কাতারের বিপক্ষে ম্যাচে তিনি মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন। তাতে নেপালকে ১৪৮ রানের টার্গেট দিয়েও জয় পায় ৬ রানে। লামিচানের স্পিন ভেল্কিতে কাতার অলআউট হয় ১৪২ রানে।

ওমানের পক্ষে উজ্জ্বল ছিলেন বাঁহাতি পেসার জিতেন রমণন্দি। বাছাইপর্বে এখন পর্যন্ত তিনি চার ইনিংসে সাত উইকেট নিয়েছেন, ইকোনমি রেট মাত্র ৫.৯০। এর আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। আউট করেছিলেন অভিষেক শর্মা ও তিলক ভার্মাকে।

ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বে খেলবে মোট তিনটি দল। এর মধ্যে দুটি জায়গা আগেই দখল করে নিলো নেপাল ও ওমান। এখন বাকি একটি স্থানের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে ইউএই, জাপান ও সামোয়া এখনো টিকে আছে হিসাবের খাতায়। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ট য় ন ট ব শ বক প ব শ বক প উইক ট

এছাড়াও পড়ুন:

পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন

আজকের সারা বিশ্বের যুবকেরাই সামনের বিশ্বকে নেতৃত্ব দেবেন। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পর্তুগালের পোর্তোতে বিশ্ব যুব ফোরামের আসর বসবে। সারা বিশ্ব থেকে প্রায় ২৫০ যুবনেতা আবেদনকারী অংশ নেবেন এই ফোরামে। পর্তুগালের বিশ্ব যুব ফোরাম (ডব্লিওওয়াইএফ) সারা বিশ্বের বিভিন্ন বিষয়ের ওপর গভীর আলোচনা, ব্যবহারিক বিষয়গুলোর বিকাশ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য বিশ্বজুড়ে শিক্ষার্থী, যুবনেতা, আইনজীবী ও তরুণ নেতা–কর্মীদের আমন্ত্রণ জানায় এই আয়োজনে। বিশ্ব যুব ফোরামটি সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা আয়োজিত হয়। আপনি বাংলাদেশি যুবক হলে আবেদন করতে পারেন। আইইএলটিএসের প্রয়োজন নেই।

একনজরে পর্তুগালে বিশ্ব যুব ফোরাম–২০২৬

- আয়োজক দেশ: পর্তুগাল
- ফোরামের তারিখ: ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬
- ফোরামের অবস্থান: পোর্তো
- সুবিধা: সম্পূর্ণ অর্থায়নে

আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফ্রি অনলাইন কোর্স: নেই নিবন্ধন ফি বা সময়সীমা১১ অক্টোবর ২০২৫আসনসংখ্যা

বিশ্ব যুব ফোরামে মোট ২৫০টি আসন রয়েছে। এগুলো চারটি ভিন্ন বিভাগে বিভক্ত। সম্পূর্ণ অর্থায়নে আসন থাকবে ৫০টি, আংশিক অর্থায়নে আসন থাকবে ১০০টি আর কেবল ফোরামে প্রবেশাধিকারে আসন থাকবে ১০০টি।

সুযোগ–সুবিধা

বিভাগ অনুসারে সুযোগ–সুবিধাগুলো ভাগ করা হয়েছে।
১. সম্পূর্ণ অর্থায়নে: আবেদনকারীরা বিমানের ভাড়া, থাকার ব্যবস্থা, সম্মেলনে প্রবেশাধিকার ও পণ্যদ্রব্য পাবেন।
২. আংশিক অর্থায়নে: আবেদনকারীরা থাকার ব্যবস্থা, সম্মেলনে প্রবেশাধিকার ও পণ্যদ্রব্য পাবেন।
৩. নিজ অর্থায়নে আবেদনকারী: যাঁরা বৃত্তি পেতে অক্ষম, তাঁরা নিজ অর্থায়নে বিভাগের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁদের সব খরচ নিজেকে বহন করতে হবে।

প্রোগ্রামের উদ্দেশ্য

-যুব ও নাগরিক কর্মকাণ্ড প্রচার করুন
- সক্ষমতা বৃদ্ধি করুন
-সামাজিক উদ্ভাবন লালন করুন
-বিশ্বব্যাপী সহযোগিতা গড়ে তুলুন
-টেকসই কর্মকাণ্ডে অনুপ্রাণিত করুন

আরও পড়ুনগুগল স্টুডেন্ট রিসার্চার ইন্টার্নশিপ: বেতনসহ গবেষণার সুযোগ০৭ সেপ্টেম্বর ২০২৫পর্তুগালের বিশ্ব যুব ফোরামটি সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা আয়োজিত হয়। বাংলাদেশি যুবক হলে আবেদন করতে পারেন। আইইএলটিএসের প্রয়োজন নেই

সম্পর্কিত নিবন্ধ

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল নেপাল ও ওমান
  • নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালে নার্সারি শ্রেণিতে ভর্তি
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএমএড প্রোগ্রাম, আবেদন ফি ৭০০ টাকা
  • ক্ষুদ্র দ্বীপদেশ কেপ ভার্দের ‘বিশ্বকাপ’ স্বপ্ন ছোঁয়ার ইতিহাস
  • যুক্তরাষ্ট্রে স্বল্প খরচে পড়াশোনার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান
  • লুসাইলের মঞ্চে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন
  • ২০২৬ সালের নির্বাচন কেবল একটি তারিখ নয়
  • পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন