মিরপুরে সুখবর, ৬০ ফিট সড়কের ‘চিকেন নেকে’ সমাধান আসছে
Published: 16th, October 2025 GMT
মিরপুরবাসীর দুঃখ ৬০ ফিট সড়কের শেষ মাথা, যেখানে সড়কটি হঠাৎ শেষ হয়ে গেছে। রাজধানীর আগারগাঁও থেকে ৬০ ফিট সড়ক ধরে যাওয়ার পর মানুষকে মিরপুর সড়কে ঢুকতে হতো সরু পথ দিয়ে। ফলে শেষ মাথায় যানজট লেগেই থাকত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সমস্যাটির সমাধান করছে। গণপূর্ত, ডাক বিভাগ ও ব্যক্তিমালিকানাধীন কিছু জমি নিয়ে ৬০ ফিট সড়ক সংযুক্ত করা হচ্ছে মিরপুর ১০ থেকে ১ নম্বরগামী (মিরপুর রোড) সড়কের সঙ্গে।
উত্তর সিটির প্রশাসক এজাজ আহমেদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘১৭ বছর সমস্যাটির কেউ সমাধান করেনি। আমরা সমাধানের উদ্যোগ নিয়েছি। এ ক্ষেত্রে গণপূর্ত ও ডাক বিভাগ সহায়তা করেছে।’
এজাজ আহমেদ আরও বলেন, স্থাপনা সরানোর কাজ আজ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এটা হলে মিরপুরবাসীর দুর্ভোগ কমবে।
ঢাকার মধ্যাঞ্চল থেকে মিরপুরে যাওয়ার মূল পথ হলো বেগম রোকেয়া সরণি। এই পথ দিয়েই বাস মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সেকশনে যায়। কিছু বাস ১০ নম্বর হয়ে মিরপুর ১ নম্বর সেকশন ও চিড়িয়াখানার দিকে যায়।
আরেকটি রাস্তা হলো মিরপুর রোড, যেটি দিয়ে কল্যাণপুর, টেকনিক্যাল, আনসার ক্যাম্প ও মিরপুর ১ নম্বর হয়ে ১০ নম্বর ও অন্যান্য এলাকায় যাওয়া যায়। এ পথেও বাস চলাচল করে। তবে এ দুই পথের মাঝে একটি রাস্তা আছে, যেটি আগারগাঁও থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের সামনে দিয়ে গিয়ে মিরপুর ২ নম্বর সেকশনে গিয়ে মিলেছে।
৬০ ফিট সড়কের শেষ মাথায় স্থাপনা সরানোর কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৬০ ফ ট সড়ক সড়ক র
এছাড়াও পড়ুন:
অপরাধ, বিশ্বাসঘাতকতা ও মানবিকতার গল্প ‘গিরগিটি’
মানুষ যখন গিরগিটির মতো রং বদলায়, তখন সত্য ও মিথ্যার সীমারেখা মুছে যায়—এই ভাবনাকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’। অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিরিজটি ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ।
২০১৯ সালে মেরিল–প্রথম আলোর প্রকল্প ‘ফেম ফ্যাক্টরি’ আয়োজিত ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতায় সেরা তিন নির্মাতার একজন হয়েছিলেন লস্কর নিয়াজ মাহমুদ। সে সময় তিনি নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যদি জানতে, যার তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা আশফাক নিপুন।
আ স ম রাহাত মেহেদি হকের গল্প থেকে গিরগিটির চিত্রনাট্য করেছেন জ্যোতির্ময় রায়। অভিনয়ে আছেন আশীষ খন্দকার, ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা ও মিলন ভট্টাচার্য।
ইরফান সাজ্জাদ