১৪ মাস পর ভারত দলে ফিরলেন শামি
Published: 11th, January 2025 GMT
দীর্ঘ অপেক্ষার পর ভারত দলে ফিরলেন মোহাম্মদ শামি। ঘরের মাঠে ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দলে ৩৪ বছর বয়সী এই বোলারকে রেখেছেন ভারতের নির্বাচকেরা। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আর ভারতের হয়ে খেলেননি শামি। বিশ্বকাপের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছিলেন। ভুগেছেন হাঁটুর সমস্যায়ও। চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে বিশ্বকাপের সর্বোচ্চ (২৪) উইকেটশিকারি ছিলেন শামি।
সূর্যকুমার যাদবকে অধিনায়ক রেখে টি–টোয়েন্টির দল দিলেও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি ভারত। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দলও দেয়নি তারা। চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল দেওয়ার শেষ সময় আগামীকাল। ভারতের সংবাদমাধ্যমে অবশ্য খবর এসেছে চ্যাম্পিয়নস ট্রফির দল দিতে দেরি হবে ভারতের। এর জন্য তারা আইসিসির কাছে সময় বাড়ানোর আবেদন করেছে।
ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তকে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি