কোরআন পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল আস-সুন্নাহ ফাউন্ডেশন
Published: 19th, October 2025 GMT
বছরব্যাপী পবিত্র কোরআন পাঠ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ধাপের প্রতিযোগিতায় লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১১৭ জনকে পুরস্কৃত করা হয়েছে। বিজয়ীদের প্রায় ১৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে।
বিজয়ীদের মধ্যে দক্ষিণ বারিধারার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কে এম ইউসুফ নূর প্রথম, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম আশরাফ দ্বিতীয় এবং রাজশাহীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আফসানা মিম তৃতীয় স্থান অর্জন করেছেন। তাঁরা আগামী মাসে ওমরাহ পালনের সুযোগ পাবেন।
এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫০ হাজার টাকা সমমূল্যের পারিবারিক লাইব্রেরি জিতেছেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সুমাইয়া, গৃহিণী উম্মে মারয়াম ও সায়মা আক্তার তিন্নি।
পাশাপাশি ‘ট্যাব’ জিতেছেন ছয়জন প্রতিযোগী। তাঁরা হলেন বুয়েটের প্রভাষক শেখ আজিজুল হাকিম, মাদ্রাসাশিক্ষার্থী মুয়াজ মুহাম্মাদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন, চিকিৎসক লিওজা আরা তোহফা, গৃহিণী নিগার সুলতানা ও শিক্ষক মো.
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, প্রত্যেক মুসলমানের উচিত দিনের একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন কোরআন তিলাওয়াত ও অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা। তিনি বলেন, ‘আমরা যদি কোরআনকে বুঝে জীবন গড়তে পারি, তবেই সমাজ ও পরিবার থেকে অশান্তি, অনৈতিকতা দূর হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেইমারের হ্যাটট্রিকে ‘অবনমন’ এড়াল সান্তোস
ব্রাজিলের ঘরোয়া লিগ ব্রাসিলেইরাঁওতে অবনমন এড়ানোর লড়াইয়ে ছিল সান্তোস। সেই সংগ্রামেই বাংলাদেশ সময় বৃস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে দলটিকে কাঁধে তুলে নিলেন নেইমার। দুর্দান্ত এক হ্যাটট্রিকের সুবাদে জুভেনতুদেকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পাশাপাশি রেলিগেশন তথা অবনমন অঞ্চল থেকেও উপরে উঠে এসেছে তারা। অর্থাৎ রেলিগেশন এড়িয়েছে নেইমাররা।
আগের ম্যাচের মতো যথারীতি এই ম্যাচেও হাঁটুর চোট নিয়েই খেলতে নামেন নেইমার। তবু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে দলকে জয়ের পথ দেখান ব্রাজিলিয়ান সুপারস্টার।
আরো পড়ুন:
শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ
বার্সার কাছে শীর্ষস্থান হারানোর পর আলোনসো: সামনের পথ এখনো লম্বা
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী নেইমারের বাম হাঁটুর মেনিসকাস ইনজুরির জন্য মৌসুম শেষে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে তিনি গত দুটি ম্যাচেই কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে খেলেছেন।
স্থানীয় সময় বুধবারের হ্যাটট্রিক নেইমারের প্রায় আড়াই বছরের মধ্যে প্রথম। এর আগে সর্বশেষ তিনি ২০২২ সালের এপ্রিল মাসে প্যারিস সেন্ত-জার্মেইয়ের (পিএসজি) হয়ে ক্লারমোঁর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
এদিন ম্যাচের ৫৬তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে নেইমারের প্রথম গোল আসে। এরপর মাত্র দশ মিনিটের মধ্যেই ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৮৩তম মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে।
এই জয়ে মৌসুমে আর এক ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চলের বাইরে দুই পয়েন্টের নিরাপদ দূরত্বে উঠে এসেছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। চারটি দল যারা দ্বিতীয় ডিভিশনে নেমে যাবে, তাদের শেষ অবস্থানটিতে বর্তমানে রয়েছে ভিটোরিয়া। তাদের থেকে এখন দুই পয়েন্টে এগিয়ে সান্তোস।
আগামী রোববার (০৭ ডিসেম্বর) ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস। সেখানে জয় পেলে নিশ্চিত হয়ে যাবে তাদের প্রথম ডিভিশনে টিকে থাকা।
অন্যদিকে ম্যাচের আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া জুভেনতুদে টানা চতুর্থ পরাজয়ে সিজন শেষের পথটা আরও কঠিন করে তুলল।
সাম্প্রতিক বছরগুলোতে নেইমার বহু ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। তবু আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একাধিকবার জানিয়েছেন- ফিট থাকলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সুযোগ নেইমারের সামনে উন্মুক্ত।
ঢাকা/আমিনুল