উইন্ডিজ সিরিজ মাথায় রেখেই ফরচুন বরিশালের হয়ে পাঁচ ম্যাচ খেলবেন বলে চুক্তি করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। চুক্তি মোতাবেক পাঁচ ম্যাচ খেলেই বাংলাদেশ ছেড়ে যান পাকিস্তানি এ পেসার। কিন্তু দেশে ফেরার পর তিনি দেখেন উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে রাখেনি পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। এই বাদ পড়ার মধ্য দিয়ে তারকা এ পেসারের টেস্ট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পাকিস্তানের সর্বশেষ ১২ টেস্টের ৮টিতেই ছিলেন না শাহিন। ২০২৪ সালের শুরু থেকে কম্বিনেশন, ফর্মের অজুহাতে বিশ্রাম বা বাদ দেওয়া হয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে ৩২ টেস্টে ১১৬ উইকেট নেওয়া এ পেসারকে বাদ দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির অজুহাতে। পাকিস্তানের নির্বাচকরা তখন বলেছিলেন, ঘরের মাঠে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে তরতাজা চান বলেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

অথচ সেখানে ওয়ানডে ও টি২০তে তিনি ভালো খেলেছেন। দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক কন্ডিশনে টেস্টেও তিনি ভালো করতেন বলেই পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের বিশ্বাস। সেখানে টেস্ট খেলতে না দিলেও শাহিনকে বাংলাদেশে বিপিএল খেলার অনুমতি দিয়েছে পিসিবি। এ সিদ্ধান্তেরও সমালোচনা হচ্ছে।

উইন্ডিজের বিপক্ষে ১৫ জনের দলে শাহিন জায়গা না পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন। কারণ কিছু দিন আগেই ২৪ বছর বয়সী এ পেসার এক সাক্ষাৎকারে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি মূলত উইন্ডিজ সিরিজের প্রতিই ইঙ্গিত করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্যই তিনি এ সিরিজটা খেলতে চেয়েছিলেন। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে পাকিস্তান ছিটকে গেছে বলে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ তেমন গুরুত্বপূর্ণ নয়। আর খেলা হবে মুলতানের স্পিন-সহায়ক পিচে। তাই নির্বাচকরা শাহিন ও নাসিমকে এ সিরিজে রাখেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এ দুই পেসারকে তরতাজা চাইছেন তারা। এত বিশ্রাম দিয়ে শাহিনকে আসলে সীমিত ওভারের ক্রিকেটার বানিয়ে ফেলছেন পাকিস্তানের নির্বাচকরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ