অস্ট্রেলিয়ার একজন ফ্রিডাইভার সুইমিংপুলের পানির নিচে এক দমে ৩৭০ ফুট ২ ইঞ্চি হেঁটেছেন। এখন এক দমে পানির নিচে সবচেয়ে বেশি পথ হাঁটার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (নারী বিভাগে) মালিক অ্যাম্বার বোরক নামের ওই নারী।

পানির নিচে দম রাখা কিন্তু একেবারেই সহজ কাজ নয়। তার ওপর আবার হাঁটা! সাধারণ একজন মানুষ কোনো কিছুর সাহায্য ছাড়া একবার দম নিয়ে পানি নিচে গড়পড়তা ১৫, ২০ বা ৩০ সেকেন্ড থাকতে পারেন। তবে অনুশীলন করে করে অনেকে নিজের ভেতর দম ধরে রাখার ক্ষমতা বাড়ান। যেমনটা করেন ফ্রিডাইভাররা। যাঁরা কোনো কিছুর সাহায্য ছাড়া পানির নিচে ডুব দেন, তাঁদের ফ্রিডাইভার বলে।

৩৫ বছরের অ্যাম্বার ১০ বছরের বেশি সময় ধরে ফ্রিডাইভিং করেন। পানির নিচে দম ধরে রাখায় তিনি সিদ্ধহস্ত। নিজের এই দক্ষতার পাশাপাশি নতুন রেকর্ড গড়তে তিনি দীর্ঘদিন ধরে পানির নিচে হাঁটার অনুশীলন করছেন।

পানির নিচে হাঁটা বেশ কঠিন কাজ। কারণ, পানির চাপ ওপরের দিকে ঠেলতে থাকে। পানির যত গভীরে যাওয়া হয়, সেই চাপ তত বাড়তে থাকে। তাই পানির তলদেশে সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটা খুবই কঠিন।

অনুশীলন করে করে কঠিন এই কাজ আয়ত্তে এনেছেন অ্যাম্বার। তিনি পানির নিচে তাঁর শরীরের ওপরের অংশ ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাঁটেন এবং পানির চাপ ঠেলে সামনে এগিয়ে যান। এভাবেই তিনি গিনেস রেকর্ডসের মালিক হয়ে যান। এ কাজে তিনি নিজের রেকর্ডই ভেঙেছেন। এর আগে তিনি পানির নিচে ৩৫৭ ফুট ৭ ইঞ্চি হেঁটে রেকর্ড গড়েছিলেন।

নিজের এই রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পর অ্যাম্বার বলেন, ‘আমি সব সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের গর্বিত মালিক হওয়ার স্বপ্ন দেখতাম।’

শুধু ব্যক্তিগত অর্জন বাড়ানোর জন্য নয়; বরং অস্ট্রেলিয়ার মেরিন কনজারভেশন সোসাইটির জন্য তহবিল সংগ্রহ করতে অ্যাম্বার এ কাজ করেছেন বলে জানিয়েছেন এই নারী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতুড়িপেটায় একজন নিহত

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • বড় বন্দরে ভারী কাজ করেও চলে না সংসার 
  • নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতি মেয়ে
  • ৫০ পেরোনো নারীর খাদ্যাভ্যাস যেমন হতে হবে
  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে চীন
  • সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক
  • পেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটছে ভারতীয় মুসলিমদের
  • প্রথম আলোর সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি
  • গাজীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতুড়িপেটায় একজন নিহত