কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগমকে (৩৩) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্প থেকে সাংবাদিকদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

‘চাঁদাবাজ-ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে’

সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে, আনোয়ার হোসেন অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের অপরাধ কর্মকাণ্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নেয় সেনা সদস্যরা।

আনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে।
 

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ