চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর)। এছাড়া, তাদের শপথ গ্রহণ আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

আরো পড়ুন:

‘ইতিহাসের পাতায়’ নাম লেখালেন ইতিহাসের তিন শিক্ষার্থী

রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয়

তিনি বলেন, “চাকসুর নির্বাচিতদের গ্যাজেট আগামী মঙ্গলবার প্রকাশিত হবে এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে। হল সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে স্ব-স্ব হলে অনুষ্ঠিত হবে।”

তিনি আরো বলেন, “গ্যাজেট প্রকাশের পর থেকেই নির্বাচিতদের দায়িত্বের সময় শুরু হবে। এরপর থেকে তারা চাকসুতে বসতে পারবেন। চাকসুতে প্রতিনিধিদের বসার মতো পরিবেশ তৈরি করা হয়েছে। পরবর্তীতে চাকসু ভবনের আরো কাজ করা হবে।”

চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড.

একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। সবাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ।”

তিনি বলেন, “এখন আমরা চাকসুর নির্বাচিতদের গ্যাজেট নিয়ে কাজ করছি। মঙ্গলবার এ গ্যাজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার তাদের শপথ গ্রহণ হবে। এর আগেই নির্বাচিতদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চিঠি পাঠানো হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র শপথ গ রহণ গ য জ ট প রক শ

এছাড়াও পড়ুন:

কেঁচোর জাদুতে বদলে গেলো কামরুজ্জামানের ভাগ্য

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কৃষক কামরুজ্জামান শেখ এখন এলাকার অনুপ্রেরণার নাম। একসময় নিজ জমির জন্য জৈব সার উৎপাদনের চিন্তা থেকে শুরু করে আজ তিনি বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার পথ ধরে এখন একে একে আগ্রহী হচ্ছেন আশপাশের আরো অনেক কৃষক।

প্রকৃতির এক বিস্ময়-কেঁচোর বিষ্ঠা থেকেই তৈরি হয় ‘ভার্মি কম্পোস্ট’ বা কেঁচো সার। রাসায়নিক সারের বিকল্প এই জৈব সার মাটির উর্বরতা বাড়ায়, গাছের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এবং উৎপাদন খরচ কমায়। ফলে দিন দিন কৃষকরা এর ব্যবহার বাড়াচ্ছেন।

কামরুজ্জামান শেখও প্রথমে নিজের খামারের জন্যই এই সার তৈরি শুরু করেছিলেন। পরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় তার উদ্যোগ বড় আকার নেয়। বর্তমানে তিনি মাসে প্রায় এক টন ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিক্রি করেন। প্রতি কেজি ১৫-২০ টাকা দরে। শুধু তাই নয়, সার তৈরির মূল উপাদান কেঁচোও এখন বিক্রি করছেন তিনি, প্রতি কেজি দেড় থেকে দুই হাজার টাকায়।

২০২৩-২৪ অর্থ বছরে ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের’ আওতায় কামরুজ্জামান প্রথমবারের মতো কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও একটি প্রদর্শনী দেওয়া হয়। সেই উদ্যোগই এখন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই ইউনিয়নের শেফালী বেগম, ফজলুল হক মোড়ল, মোতালিব ব্যাপারী, মহসিন শেখ, মো. আ. ছাত্তার, মো. মজিবুর মোড়ল, নিলুফা ইয়াসমিন, বিল্লাল হোসেন, মোস্তফা, ফারজানা আক্তার, ফকির মো. মোস্তফা ও মোক্তারপুরের আমান উল্লাহসহ ১২ জন কৃষক পরবর্তী অর্থবছরে একই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন।

সবাইকে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি অফিস, পাশাপাশি কামরুজ্জামানের কাছ থেকেও হাতে কলমে শিখেছেন তারা ভার্মি কম্পোস্ট তৈরির কৌশল।

কামরুজ্জামানের বাড়ির পাশে পরিত্যক্ত এক জায়গায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি অফিস থেকে তৈরি করা হয়েছে আধুনিক ভার্মি কম্পোস্ট সেন্টার। সেখানে রয়েছে ১০টি রিং ও ১০ ফুট লম্বা সিমেন্টের হাউজ। প্রথমে গরুর গ্যাস বিহীন ৫-৭ দিনের গোবর, সবজির খোসা ব্যবহার করা হয়। পরে সেই গোবর হাউজে ফেলে কেঁচো ছাড়া হয়। প্রায় ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে তৈরি হয় পুষ্টিগুণে ভরপুর জৈব সার, যা পরবর্তীতে শুকিয়ে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয়।

কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে সেপারেটর মেশিন, পলিব্যাগ ও সিলিং মেশিন-যার মাধ্যমে এখন প্যাকেটজাত পণ্য হিসেবে বাজারজাত করা হয় এই সার।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, “ভার্মি কম্পোস্ট একটি হিউমাসসমৃদ্ধ জৈব সার। এটি শুধু মাটির উর্বরতা বাড়ায় না, পাশাপাশি ফলন ১০-১৫% বৃদ্ধি করে। এছাড়াও মাটির লবণাক্ততা কমায়, পানি ধারণক্ষমতা বাড়ায় এবং সবজি বা ফসলকে করে তোলে বিষমুক্ত।”

তিনি আরো বলেন, “কামরুজ্জামান শেখকে আমরা শুরু থেকেই সহযোগিতা করছি। তার সাফল্য এখন অন্য কৃষকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।”

কৃষি অফিসার বলেন, “প্রথমে গরুর গ্যাস বিহীন ৫-৭ দিনের গোবর, সবজির খোসা ব্যবহার করা হয়। অনেকে কলা গাছ ছোট করে কেটে গরুর গোবরের সাথে ব্যবহার করেন। যা পরবর্তীতে শুকিয়ে ও চেলে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয়।”

গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, “ভার্মি কম্পোস্ট একটি কার্যকর ও পরিবেশবান্ধব জৈব সার, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ব্যবহার একদিকে যেমন রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমায়, তেমনি ফসলের উৎপাদন বাড়ায় ও মাটির স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। কৃষকদের এখন এই সারের প্রতি আগ্রহ বাড়ছে-এটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।”

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, “এই প্রকল্পের মেয়াদ চলতি অর্থবছরেই শেষ হচ্ছে। বর্তমানে নতুন করে কোনো প্রদর্শনী স্থাপনের সুযোগ নেই। তবে আগ্রহী কৃষক বা উদ্যোক্তারা কৃষি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে, ভবিষ্যতে অন্য কোনো প্রকল্পের আওতায় সুযোগ পেতে যেতে পারেন।”

রাসায়নিক সার নির্ভর কৃষি থেকে বেরিয়ে এসে ভার্মি কম্পোস্টের মতো পরিবেশবান্ধব সার ব্যবহারের প্রবণতা বাড়ছে সারাদেশে। এই উদ্যোগ শুধু মাটির প্রাণ ফিরিয়ে দিচ্ছে না, বরং নতুন উদ্যোক্তাও তৈরি করছে গ্রামীণ অর্থনীতিতে।

কেঁচোর জাদুতে স্বপ্ন বুনছেন কালীগঞ্জের কামরুজ্জামান শেখ। আর তার হাত ধরেই বদলে যাচ্ছে আশপাশের কৃষকদের জীবন।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা কারাগারে সংঘর্ষের ঘটনায় ৩ বন্দীকে কাশিমপুরে প্রেরণ
  • সাভারে বিউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
  • ভোটের মাঠে অভিনেতা তারিক স্বপন
  • ইলিশ মজুতের উদ্দেশ্যে আনা এক ট্রাক বরফ জব্দ
  • কেঁচোর জাদুতে বদলে গেলো কামরুজ্জামানের ভাগ্য
  • চলে গেলেন জাপানের একমাত্র সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী
  • বাতের ব্যথা বাড়লে করণীয়
  • কানতারা টু: ‘রাজকন্যা কঙ্কাবতী’ রুক্মিণীকে কতটা জানেন?
  • জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি, গভীর রাতে জানাল দলটি