বিসিবিতে আসার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
Published: 16th, January 2025 GMT
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক পরিষ্কারভাবে জানিয়েছেন, বাংলাদেশের জার্সি পরে আর মাঠে নামবেন না। তবে তার অবসর পরবর্তী জীবন নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যেই বিসিবিতে তার যোগ দেওয়ার গুঞ্জন চাউর হয়েছে। যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তামিম।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে তামিমের ফরচুন বরিশাল। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ সেরা হয়ে জয় নিশ্চিত করে তার দল।
পয়েন্ট টেবিলে চার জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা বরিশালের অধিনায়ক তামিম ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাকে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তামিম বলেন, ‘এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই।’
যদিও এখনই ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তামিমের, তবে তিনি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিপিএলের ভবিষ্যৎ আসরগুলোতে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তামিম বলেন, ‘আমি যতদিন সম্ভব খেলার চেষ্টা করব। এখন তো অবসর নিয়েছি, লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। সেগুলো খেলব। যদি প্রিমিয়ার লিগটা সময়মতো হয়, সেটাও খেলব। আর ফিট থাকলে বিপিএলও খেলে যাব।’
আপাতত ব্যাট হাতে বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তামিম। তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে তাকে দেখা যাবে কি না, তা সময়ই বলে দেবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপির সদস্য সচিব মনিরুল, ভোলা সদরে কার্যক্রম স্থগিত
মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা সদর উপজেলা বিএনপির সব কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।
আরো পড়ুন:
নিরীহ আ.লীগ নেতা-কর্মীদের সহায়তার আহ্বান বিএনপি নেতার
৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত: তারেক রহমান
রবিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল