নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদ সুলতানার বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও হেনস্তার অভিযোগ এনে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) এ ঘোষণা দেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩৮ জন শিক্ষার্থী। এছাড়া তারা গত রবিবার (১২ জানুয়ারি) বিভাগের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্রও জমা দেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফিমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

মেহেদী মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত রবিবার শিক্ষার্থীরা বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দিয়েছে। পরে তারা ক্লাসও বর্জন করে। আমরা একাডেমিকভাবে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নেব।”

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমাদের বিভাগের একজন শিক্ষিকার (ড. নাহিদ সুলতানা) বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অভিযোগ হচ্ছে, নম্বর টেম্পারিং, পর্দা নিয়ে হেনস্তা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ, ক্লাসরুমে এসে হুমকি-ধামকি দেওয়া এবং এক শিক্ষার্থীকে মোবাইলে হুমকি দেওয়া অন্যতম। এ অবস্থায় তারা ওই শিক্ষিকার ক্লাস করতে অনিচ্ছা প্রকাশ করে ভবিষ্যতে কেউ তাদের সুপারভাইজার হিসেবে চান না বলে জানিয়েছেন। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুধু নম্বর বৈষম্য নয়, ওই শিক্ষিকা পাঠদানের সময়ও অবজ্ঞাসূচক ও অবমাননাকর মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের মনোবলে প্রভাব ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত শিক্ষিকা ড. নাহিদ সুলতানার বিরুদ্ধে দাঁড়ি রাখা নিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক বলেন, “দাঁড়ি রাখায় নাহিদ ম্যাম আমাকে প্রায়ই হেনস্তা করতেন। তিনি দাঁড়ি দেখে বলতেন তোমাকে জঙ্গি গোষ্ঠীর নেতার মত লাগছে। আমাদের ব্যাচের সব শিক্ষার্থী এর সাক্ষী। তিনি সবার সামনেই এভাবে আমাদের ধর্মীয় বিষয় নিয়ে লাঞ্ছিত করতেন। শুধু দাঁড়ি নয়, তিনি পর্দা নিয়ে হেনস্তা, মার্ক টেম্পারিং, ফোন করে হুমকি দেওয়াসহ শিক্ষার্থীদের ব্যক্তিগত আক্রমণ করেন।”

পর্দা করায় হেনস্তার শিকার হওয়া তাবাসসুম জাহান সানজি নামের এক শিক্ষার্থী বলেন, “ক্লাস টেস্ট চলাকালে আমাকে বিভিন্ন ব্যাক্তিগত বিষয়ে প্রশ্ন করে সহপাঠীদের সামনে বিব্রতকর অবস্থায় ফেলেন। যেমন- আমি পর্দা কখন থেকে শুরু করলাম, কে আমাকে পর্দা করতে বলে, পর্দা করে দাদির মতো হয়ে থাকলে হবে নাকি? এমনকি আমার স্বামীর ব্যাপারেও নানা নেতিবাচক কথা বলে আমাকে সবার সামনে অপমান করে। এছাড়াও আমাকে ক্লাসে ইশারা-ইঙ্গিতে সবার সামনে অপমান করতেন।”

তিনি আরো বলেন, “পর্দার পাশাপাশি আমার পারিবারিক জীবন নিয়েও তিনি নানাভাবে আমাকে হেনস্তা করতেন। আমার বিয়ের পুরোপুরি পর্দা করা শুরু করি। ম্যাম সবার সামনে আমাকে দাঁড় করিয়ে আমার স্বামীকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতেন। তিনি বলতেন, ‘তোমার স্বামী তোমাকে বোরকা পরিয়ে দাদি বানিয়ে দেশে-বিদেশে হাফপ্যান্ট পরে ঘুরবে।’ কোন কারণ ছাড়াই হঠাৎ তিনি এভাবে ক্লাসে আমাকে লাঞ্ছিত করতেন। একদিন তিনি আমার স্বামী দেশের বাইরে চলে গেছে জেনে বারবার ইনফ্লুয়েন্স করেন বেপর্দা হওয়ার জন্য। তিনি বলেন, ‘হাজবেন্ড চলে গেছে ভালো হইছে। খিমার টান দিয়ে আমাকে খুলে ফেলতে বলেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক ফিমস বিভাগের ১৬তম ব্যাচের একাধিক শিক্ষার্থী অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেন। তারা বলেন, পর্দা করা নিয়ে আমাদের ব্যাচের একটি মেয়েকে প্রায় হেনস্তা করতেন নাহিদ সুলতানা ম্যাম। ক্লাসের মধ্যে সবার সামনে তিনি এসব বিষয়ে কথা বলতেন। মনে হচ্ছিল, পর্দা করা এবং দাঁড়ি রাখা বড় কোনো অপরাধ।  

অভিযুক্ত সহকারী অধ্যাপক ড. নাহিদ সুলতানা বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। চেয়ারম্যান স্যারের কাছে অভিযোগ দিয়েছে, চেয়ারম্যান স্যার খতিয়ে দেখুক। আমি তো বর্তমানে ওই ব্যাচের (১৬ তম ব্যাচ) ক্লাসই পায় না। তাহলে ওরা আমাকে বয়কট করে কিভাবে? আমি এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর করত ন বলত ন

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন