খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণের দাবি
Published: 17th, January 2025 GMT
ডিনারে বের হচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। টিম হোটেলের লবিতে কিছু সাংবাদিকদের দেখে জাতীয় দলের অধিনায়কের জিজ্ঞাসা, ‘‘রাজশাহী কি শেষ পর্যন্ত টাকা দিল?’’
বিপিএলে পারিশ্রমিক জটিলতায় কোন ক্রিকেটার পড়েন-নি (অতীত-বর্তমান মিলিয়ে) সেই তালিকা খুঁজতে গেলে কাউকেই পাওয়া যাওয়া যাবে না। পারিশ্রমিক বকেয়া শান্তরও। কিন্তু, রাজশাহীর ক্রিকেটারদের নিয়ে তার বাড়তি উদ্বিগ্ন রীতিমত ভাবনার, ‘‘উনারা নাকি ডিএ’ও দিচ্ছে না…।’’
এক বছর আগে মুশফিকুর রহিমের কথাটা নিশ্চিতভাবেই প্রাসঙ্গিক, ‘‘সবকিছুর আগে, বিপিএল না হলে, সত্যি কথা, আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। বিপিএলে যে পারিশ্রমিক একজন ক্রিকেটার পায়, এটা নিয়েই… জাতীয় দলে কেউ যদি দুই-তিন বছর খেলে এবং সর্বোচ্চ পর্যায়ের পারিশ্রমিক হয়, তাহলে হয়তো (ওই পরিমাণ) আয় করতে পারবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট।”
বিপিএলের পারিশ্রমিক কতটা গুরুত্বপূর্ণ জাতীয় দলের ক্রিকেটার হয়েও অনুভব করেন মুশফিক। অথচ সেই পারিশ্রমিকটাই স্থানীয় ক্রিকেটাররা পান না! বিপিএলের পারিশ্রমিকের ৫০ শতাংশ এরই মধ্যে পেয়ে যাওয়ার কথা। কিন্তু, অংশগ্রহণকারী সাত দলের কেউই এখন পর্যন্ত ৫০ শতাংশ পারিশ্রমিক দেয়নি। দুর্বার রাজশাহীর বিষয়টি প্রকাশ্যে এসেছে কারণ তারা গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৫ শতাংশ টাকাও দেয়নি। চেক দিয়েছিল অনেককেই যা বাউন্স করেছে।
ক্রিকেটাররা অনেকেই নিজেদের ‘প্রতারিত’ মনে করছেন। এখন পর্যন্ত যা খবর, রাজশাহীর ক্রিকেটাররা গতকাল রাতে ২৫ শতাংশ টাকা নগদ পেয়েছেন। দেওয়া হয়েছে ১৯ তারিখের চেক। তাতে কিছুটা হাসি ফুটেছে ক্রিকেটারদের মুখে। তাতে আজকের ম্যাচ বয়কট করার যে ‘হুমকি’ ছিল সেখান থেকেও সরে এসেছে তারা।
‘‘আমি গতকাল রাতে ২৫ শতাংশ টাকা পেয়েছি। শুনেছি বাকিদেরও ডেকে ডেকে টাকা দেওয়া হচ্ছে। এখন আর আমাদের মাঠে নামতে কোনো সমস্যা নেই।’’ -বলছিলেন দলের স্থানীয় এক ক্রিকেটার।
পারিশ্রমিকের এই জটিলতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিব্রত ক্রিকেটার, সংশ্লিষ্টরা। তারা স্বার্থ সংরক্ষণের ডাক দিয়েছেন। সিলেট স্ট্রাইকার্স ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা করেনি। এ কারণে মুখে হাসি আছে রনি তালুকদারের। কিন্তু, এমন পরিস্থিতি মোটেও কাম্য নয় সেটা বলতে দ্বিধা করেননি।
‘‘সিলেটের অবস্থা খুবই ভালো। আমরা ২০ শতাংশ টাকা পেয়ে গেছি। এখানেই (চট্টগ্রামে) বাকি টাকা দেওয়া হবে। আমরা পেশাদার। আমাদের খেলতেই হবে। পারিশ্রমিক অনেক বড় বিষয়। আমারও দরকার। আপনারা যে কাজ করছেন সেখানেও দরকার। এজন্য প্রতিটি দলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা যেন খেলোয়াড়কে তাদের পারিশ্রমিকটা দেয়। তাহলে এটা খেলোয়াড়দের জন্য ভালো। দলের জন্যও ভালো।’’
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি এবার রাজশাহী দলের ম্যানেজারের ভূমিকায় রয়েছেন। পারিশ্রমিক নিয়ে জটিলতায় তিনি ক্রিকেটারদের পক্ষেই কথা বললেন। আওয়াজ তুললেন সময়মত পারিশ্রমিক পরিশোধের।
‘‘ক্রিকেটারদের পক্ষটা অবশ্যই আগে দেখব। তারা সবাই পেশাদার। পারিশ্রমিকের জন্যই কিন্তু তারা খেলে। বিপিএলই তাদের আয়ের বড় উৎস। ক্রিকেটারদের আয়ের উৎস যদি ভালো থাকে সেটার প্রতিফলন মাঠেও ঘটবে আমার বিশ্বাস। আমাদের ক্রিকেটাররা ভালো খেলবে এবং পারিশ্রমিক নিয়ে হতাশ হবেন না। আগামীতে আমাদের পথচলাটা যেন সুন্দর হয়, সেভাবেই চেষ্টা করছি।’’
বিপিএলের দশম আসর চললেও টুর্নামেন্টে সুনির্দিষ্টই কোনো আর্থিক কাঠামো এখনও পর্যন্ত দাঁড় করাতে পারেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের কোনো নিশ্চিত বা সম্ভাব্য পথ তৈরি করা হয়নি। দেশের অনেক বড় প্রতিষ্ঠান আগ্রহ নিয়ে আসার পর ক্রমে সরে গেছে এখান থেকে। ধারাবাহিকতা ও পেশাদারিত্ব না থাকায় একসময় দারুণ সম্ভাবনা থাকলেও এখন ফ্র্যাঞ্চাইজি লিগের লড়াইয়ে বিপিএল পড়ে গেছে অনেক পেছনে।
আইপিএল তো বটেই, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল এখন যোজন যোজন এগিয়ে বিপিএলের চেয়ে। এমনকি দুই বছর আগের থেকে শুরু হওয়া দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির সঙ্গেও তুলনায় আসার মতো জায়গায় নেই বিপিএল। এ নিয়ে খালেদ মাহমুদ সুজন একবার গণমাধ্যমে বলেছিলেন, ‘‘ব্যবসায়ীরা এখানে এসে ১০-১৫ কোটি টাকা খরচ করছে, বিনিময়ে কী নিয়ে যাচ্ছে?’’
বিপিএলকে স্রেফ বিনিয়োগ হিসেবে দেখতে চায় না কেউ। এখান থেকে লাভ হবে, প্রতিযোগিতার মাত্রা আরো বৃদ্ধি পাবে সেটাই প্রত্যাশা করে। তাতে খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ আরো ভালোভাবে হবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের এক সাবেক অধিনায়ক,
‘‘বিপিএলকে কেন শুধু বিনিয়োগেই আটকে রাখবে? ব্যবসায়ীরা বিনিয়োগ করবে, এখান থেকে প্রফিট নেবে। তখন দেখবেন খেলোয়াড়দের পারিশ্রমিক, কোনো বিল, সুন্দর কিট ব্যাগ, জার্সি, হেলমেট এগুলো নিয়ে সমস্যা থাকবে না। সুন্দর করে গুছিয়ে আয়োজন করলেই তো হয়। তড়িঘড়ির কোনো প্রয়োজন তো আমি দেখি না।’’
মেহরাব হোসেন অপিও প্রায় একই কথা বললেন, ‘‘অবশ্যই! আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাত। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় ছিল। আশা করি অন্যান্য দলগুলোও এটা দেখেছে এবং তারা সতর্ক থাকবে। আগামীতে যেন এগুলো যেন সুসম্পন্ন হয়, সবারই যেন সজাগ দৃষ্টি থাকে।’’
প্রত্যেকেরই পেশাদারিত্ব দেখানোর কথা বললেন তিনি, ‘‘পেশাদারদের ক্ষেত্রে পারিশ্রমিকের অর্থটা যখনই পকেটে চলে আসে, ভালো খেলার জিনিসগুলো কিন্তু জেগে ওঠে।’’
সঙ্গে আরেকটি বিষয়ও যোগ করলেন সংশ্লিষ্টরা, ‘‘খেলোয়াড়দের সম্মান করতে না পারে, খেলোয়াড়দের ভাবনা বুঝতে না পারে, ক্রিকেট অনুরাগী না হলে এমন ব্যবসায়ীকে যুক্ত না করার। তাতে বদনামের ভাগীদার হতে হয় বিসিবিকেই।’’
জাতীয় দলের ত্রিসীমানা না থাকা আরাফাত সানীদের ভরসা এই বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ। সাদা পোশাকের ক্রিকেটে তার সুযোগ হয়না। দেশের এই দুই টুর্নামেন্ট দিয়েই তার আয়ের উৎস। শুধু সানী নন, স্থানীয় অনেক ক্রিকেটারের ভরসা এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট।
‘‘দুয়েক দিনের মধ্যে ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছে ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেবে। দিন শেষে টাকাটা বড় বিষয়। কারণ ক্রিকেটই আমার পেশা। এটার ওপর নির্ভর করে অনেক খেলোয়াড়।’’
খেলোয়াড়ের স্বার্থ সংরক্ষণের দাবির ভেতরে তাদের পারিশ্রমিকটাই সবচেয়ে বড় ইস্যু। বিসিবি প্রধান দায়িত্ব নিয়ে এই দিকটায় জোর দিয়েছিলেন। কিন্তু অর্ধেক বিপিএল যেতে না যেতেই বোর্ড সভাপতি ফ্রাঞ্চাইজির উপর বিরক্ত। বিপিএল শেষে খেলোয়াড়দের মুখে হাসি থাকবে কি না সেটাই দেখার।
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় দল র ব প এল র র আয় র র জন য
এছাড়াও পড়ুন:
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।
২. রেগুলেটিং
পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।
৩. রাইটার
পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৪. স্টোর
পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৫. মিউজিশিয়ান
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫৬. মেডিকেল
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৭. কুক
পদসংখ্যা: ২৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)
৮. স্টুয়ার্ড
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৯. টোপাস
পদসংখ্যা: ১৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫১০. এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)
বেতন ও ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।
বয়সসীমা১ জানুয়ারি ২০২৬ তারিখে—
১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।
২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)১. সাঁতার জানা অত্যাবশ্যক।
২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।
৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।
আবেদনের নিয়ম
www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।
আবেদনের শেষ সময়
৫ অক্টোবর ২০২৫।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫