ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত ১১ জানুয়ারি শুরু হয়েছিল উৎসবের ২৩তম আসর। চলচ্চিত্র উৎসব ঘিরে ছিল চলচ্চিত্রপ্রেমীর ভিড়। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ সন্ধ্যায় উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘বলি’। বাংলাদেশের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইকবাল চৌধুরী। শেষে সাত ক্যাটেগরিতে সাতটি চলচ্চিত্র পাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার। 

জাতীয় জাদুঘর [সুফিয়া কামাল অডিটোরিয়াম] 

দুপুর ১টায় থাকছে চলচ্চিত্র ‘গডস্পিড’। চীনা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জিয়াওজিঙ্ক ই। বিকেল ৩টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’। আফগানিস্তানের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কাজিম আজরান। এরপর থাকছে অ্যাস ইফ ইট কুড [বেলজিয়াম], হার স্টোরি [আর্মেনিয়া], বটলস [মরক্কো], আ বার্ড ফ্লিউ [কলম্বিয়া] ক্লার্ক [ভারত] চলচ্চিত্রের প্রদর্শনী।বিকেল ৫টায় প্রদর্শিত রাশিয়ান চলচ্চিত্র ‘এঞ্জেলস ডোন্ট বাজ’। এটি পরিচালনা করেছেন আলেক্সান্ডার সেলিবার্স্তভ। 
সন্ধ্যা ৭টায় থাকছে কোরিয়ান চলচ্চিত্র ‘আইলস অব স্নেকস’। এটি পরিচালনা করেছেন ইউ-মিন কিম

শিল্পকলা একাডেমি [জাতীয় চিত্রশালা অডিটোরিয়াম]

দুপুর ১টায় দেখানো হবে চলচ্চিত্র ‘দ্য মিডসামার’স ভয়েস’। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জুডি জ্যাঙ্ক। বিকেল ৩টা ৩০ মিনিটে হবে ‘কিউর সানা’ চলচ্চিত্রের প্রদর্শনী। স্পেনের এ সিনেমাটি পরিচালনা করেছেন লুইস গোমেরো। এরপর হবে ‘দ্য এম্পায়ার অব নয়েজ’ [মেক্সিকো], ‘ডন গোয়ো’ [ইকুয়েডর] চলচ্চিত্রের প্রদর্শনী। 
বিকেল ৫টা ৩০ মিনিটে থাকছে ‘নো ল্যান্ডস’, ‘রাজিয়া’, ‘গ্রোন উইথ দ্য ফ্লো’, ‘আ লেজি নুন’, ‘এম’আদার’, ‘পৈতৃক ভিটা’ চলচ্চিত্রের প্রদর্শনী।  

নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম

বিকেল ৩টায় দেখানো হবে চলচ্চিত্র ‘নীল পদ্ম’। বাংলাদেশের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী। বিকেল ৫টায় থাকছে চলচ্চিত্র ‘পদাতিক’। ভারতের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উৎসব র কর ছ ন

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল

ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মানেই তো এক বিরাট উৎসব। আর সেই উৎসবের মঞ্চ হতে পারাটাও বিশাল ব্যাপার। উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, ২০২৮ সালে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠে। তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনালের আয়োজক হওয়ার দৌড়ে মুখোমুখি লন্ডন স্টেডিয়ামের ওয়েম্বলি ও বার্সেলোনার নবসাজে সজ্জিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।

ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য দেশগুলোর মধ্যে যেসব সংস্থা ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছে, সেই তালিকা তৈরি হয়েছে। যে তালিকা থেকেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যে গুঞ্জন ছিল—নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে, তা অন্তত ২০৩০ সালের আগে হচ্ছে না।

২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হওয়ার জন্য একমাত্র প্রার্থী মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা

সম্পর্কিত নিবন্ধ

  • কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’
  • সুন্দরবনে দুবলার চরে রাস উৎসব শুরু আজ, এবারও নেই মেলার আয়োজন
  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল
  • ডাইনির সাজে শাবনূর!
  • প্রার্থনার সুরে শেষ হলো ‘ফাতেমা রানীর’ তীর্থোৎসব 
  • ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব