৫০০ বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা ট্রাম্পের
Published: 22nd, January 2025 GMT
৫০০ বিলিয়ন ডলারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো উন্নত করার জন্য টেক্সাসভিত্তিক প্রযুক্তি সংস্থা ওরাকল, জাপানের সফটব্যাংক এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইর সঙ্গে ৫০০ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছেন তিনি। এ উদ্যোগটি ‘স্টারগেট’ নামে পরিচিত।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প এ ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে সফটব্যাংকের সিইও মাসায়োশি সন, ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান এবং ওরাকলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন যোগ দিয়েছিলেন। হোয়াইট হাউসে এই তিন কোম্পানির কর্তাদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, পরিকল্পনাটি ‘আমেরিকার সামর্থ্যে একটি দৃঢ় বিশ্বাসের ইঙ্গিত হিসেবে কাজ করবে।’
প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এবং পরবর্তী চার বছরে এটি ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই অর্থ ব্যবহার করে ‘বিশাল ডেটা সেন্টার’ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। সফটব্যাংকের সিইও মাসায়োশি সন এ প্রকল্পের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।