রাঙামাটিতে মধ্যরাতের আগুনে পুড়ল চার দোকান
Published: 23rd, January 2025 GMT
রাঙামাটি শহরের তবলছড়িতে মধ্যরাতে লাগা আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিকরা।  
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তবলছড়ির কালী মন্দিরের সামনে এক দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, “মধ্যরাতে দেখি, দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা আগুন নেভাতে চেষ্টা করি। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
এক দোকানের মালিক মিঠু দাশ বলেন, “রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। মধ্যরাতে লোকজন আমাকে খবর দিলে দোকানে এসে দেখি, পুরো দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে।”
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো.                
      
				
ঢাকা/শংকর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।
ঢাকা/রেজাউল/এস