ইউসিবি গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
Published: 25th, January 2025 GMT
প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী শুক্রবার চট্টগ্রামের শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গায় সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার চিফ প্যাট্রন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই টুর্নামেন্টে ২২০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে আর্কিটেক্ট মুজাহিদ বেগ উইনার, শহীদুল আনাম চৌধুরী রানার আপ, শানাজ পারভীন সুইটি লেডিস উইনার এবং মোরশেদা আশরাফ লেডিস রানার আপ হন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অসামরিক ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। ২৩ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।