শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন সভাপতি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফভিপি সিলেট রিজিওনের প্রধান ও ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার রাতে এক ভার্চুয়াল সভায় ৪০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি লিটন চন্দ্র দে, ড.

মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মহসিন আলী; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খালিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমাপ্রসাদ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, পেশা ও দক্ষতা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. গোলাম সারোয়ার সোহান, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পিন্টু ভূষণ দত্ত, সাংস্কৃতিক সম্পাদক শাবাব নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক এম এ তালেব, সমাজকল্যাণ সম্পাদক মোছা. রাহিমা বেগম; নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, মোহাম্মাদ মাহবুবুর রশিদ, কৃপাময় রায়, মোহাম্মদ কামাল হোসেন, এ কে এম জালাল উদ্দিন, অমিত কল্যাণ গাঙ্গুঁলী, মিজানুল ইসলাম মোহাম্মদ ফয়সাল মুন্না, মো. মাহবুবুল আলম রনি, মো. শামছুর রহমান, মেজবাহ উদ্দিন আহমেদ তামান্না, অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, হিফজুর রহমান, এস এম আমিন আল মুরাদ, খন্দকার হুমায়রা আখতার, সুমন আল মাহমুদ, মো. আনোয়ারুল ইসলাম, উপপরিচালক মো. আমরুল্লাহ, মো. সাব্বির হোসেন রসি, আশিকুল হক, মানস পান্থ, মো. নাঈমুল হাসান, আনিসা আহমেদ চৌধুরী ও মো. সাদেকিন ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ