ফরচুন বরিশাল ও খুলনার ম্যাচ চলাকালে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা স্টেডিয়ামে প্রবেশ করে ফটোগ্রাফারদের মনোযোগ কেড়ে নেন। কেউ কেউ দলের বিদেশি ক্রিকেটারদের খোঁজ করছিলেন। রায়ান বার্ল ও আফতাব আলমের উপস্থিতি সে কৌতূহল মেটালেও নতুন করে প্রশ্নের উদয় টাকা পাওয়া নিয়ে। একজন ফটো সাংবাদিক পাশ থেকে ঠাট্টাচ্ছলে জানতে চান, টাকা পেয়েছে কিনা। বিদেশিদের হয়ে কেউ একজন বলেন, ‘টাকা না পেলে মাঠে আসত না।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে সম্মানীর আংশিক পেমেন্ট পেয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের অনেকে। তারাই গতকাল লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে দলের সঙ্গে মাঠে এসেছেন। হোটেলে রেখে এসেছেন মোহাম্মদ হারিসকে। বিদেশি ক্রিকেটার পাঁচজন মাঠে এলেও নিয়মরক্ষার দুই বিদেশি খেলান কোচ এজাজ আহমেদ। তবে এভাবে সম্মানী নিয়ে অনিশ্চয়তার ব্যাপারটি বিপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা ভালোভাবে নেননি। 

ফরচুন বরিশালের ডেভিড মালান যেমন গতকাল সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, টাকা না থাকলে দল নেওয়ার প্রয়োজন নেই। ‘তোমার টাকা থাকলে দল বানাও। টাকা না থাকলে দল বানানোর প্রয়োজন নেই। এটাই হওয়া উচিত। পেমেন্ট নিয়ে যে আলোচনা হচ্ছে, আমি সে রকম দলে খেলি না। আমার দলের পরিবেশ ভালো। আশা করি, সামনেও খারাপ সময় আসবে না।’ 

খুলনার অস্ট্রেলিয়ান ক্রিকেটার বোসিস্টেরের সুরও একই রকম, ‘আমি চুক্তি অনুযায়ী টাকা পাচ্ছি। যদিও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে হতাশ করা অনেক কথাই শুনছি।’

তবে শেষ মুহূর্তে বিসিবি সভাপতির কাছ থেকে টাকার নিশ্চয়তা উজ্জীবিত করেছে রাজশাহীকে। রাজশাহীর অধিনায়ক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিসিবি দেবে তাদের টাকা। বিসিবির একজন পরিচালকও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এক পর্যায়ে বিস্ময় প্রকাশ করে তিনি উল্টো জানতেও চেয়েছিলেন, বিসিবি এত টাকা কেন দেবে?

হোটেল ভাড়ার ২০ লাখ টাকা পরিশোধ করতে না পারায় যে ফ্র্যাঞ্চাইজিকে আটকে রাখা হয়েছিল, তার পক্ষে ১৩ কোটি টাকা খরচ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমান চ্যানেল টোয়েন্টিফোরকে বলেছেনও একটি দল চালানোর মতো আর্থিক সক্ষমতা তাঁর নেই। একপ্রকার জোর করেই বিপিএলে আনা হয়েছে তাঁকে। 

এ ব্যাপারে জানতে চেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে মেসেজ দেওয়া হলে শফিকুর রহমানের ওপর বিরক্তি প্রকাশ করেন। কারণ, এই ফ্র্যাঞ্চাইজি টাকা না দিলেও অভিনয় করতে জানেন। ক্রিকেটারদের সোমবার চেক দিয়ে নজর কাড়েন তিনি। তাসকিনরা রোববার রাতে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পাওয়ার পর হোটেলে ফিরে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুরকে ঘিরে নৃত্য করেছেন। ক্রিকেটারদের কেউ কেউ সকালে ফেসবুকে চেকের ছবি দিয়ে জানান দেন সম্মানী পেয়েছেন। তবে আজ বোঝা যাবে তাসকিনদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। 

ক্রিকেটারদের এই দ্বিচারিতায় বিস্মিত বিসিবি কর্মকর্তারাও। যদিও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের টাকা দিতে বাধ্য। এ ব্যাপারে বোর্ড কঠোর অবস্থানে।’ 

ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি থেকে টিকিট বিক্রির লভ্যাংশ পাবে এবার। সুপার ফোরে খেলার জন্য একটা টাকা দেওয়া হতে পারে বলে জানান ইফতেখার মিঠু।

রাজশাহীর মতো চিটাগং কিংসের বিরুদ্ধেও ক্রিকেটারদের সম্মানী না দেওয়ার অভিযোগ আছে। বিসিবি বিষয়টি জানার পরও ব্যবস্থা নিতে পারছে না। কারণ এই ফ্র্যাঞ্চাইজির কাছে ২০১২ সালে ১৮ কোটি টাকা বকেয়া ছিল। সেই টাকা কমিয়ে ৪ কোটি টাকা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বকেয়া এবং ‘গ্যারান্টি মানি’ না দিয়েই বিপিএল খেলছে দলটি। 

বিসিবি পরিচালকরাও শঙ্কায় আছেন চট্টগ্রামের দেশি-বিদেশি ক্রিকেটারদের সম্মানী পরিশোধ করা নিয়ে। রাজশাহী ও চিটাগং ছাড়া বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজির চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা ৫০ শতাংশ টাকা পেয়ে গেছেন। ৩০ জানুয়ারি শেষ ম্যাচের আগে চুক্তির ৭৫ শতাংশ টাকা পরিশোধ করতে চায় সিলেট স্ট্রাইকার। ফরচুন বরিশাল ৬৫ শতাংশ টাকা পরিশোধ করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স